ডিএনএ ল্যাবের কর্মবিরতি স্থগিত



ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কর্মকর্তা ও কর্মচারীরা তাঁদের কর্মবিরতি এক মাসের জন্য স্থগিত করেছেন। ডিএনএ ল্যাবরেটরির নির্বাহী বোর্ড কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও ইউজার ফি বণ্টনের
সিদ্ধান্ত নেওয়ায় কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলরত কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন-কারীদের সূত্রে এ কথা জানা গেছে।
ডিএনএ ল্যাবরেটরির কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর ও ইউজার ফি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বণ্টনের দাবিতে ৮ জুলাই থেকে কর্মবিরতি পালন করছিলেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ কয় দিন ল্যাবরেটরির সব কাজ বন্ধ ছিল। নির্বাহী বোর্ড মৌখিকভাবে দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে দেওয়ায় কর্মবিরতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার থেকে তাঁরা সবাই আবার কাজে যোগ দিচ্ছেন। দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট পদক্ষেপ না নিলে ১৪ আগস্ট থেকে তাঁরা আবার কর্মবিরতিতে যাবেন।

No comments

Powered by Blogger.