এবার ইলেকট্রনিক ত্বক
বিকলাঙ্গ রোগীদের বিকল্প অনুভূতি ফিরিয়ে
দিতে বিজ্ঞানীরা তৈরি করেছেন ইলেকট্রনিক ত্বক। এটি সংবেদী স্পর্শ,
তাপমাত্রা ও আর্দ্রতার অনুভূতি শনাক্ত করতে পারবে।
ইসরায়েলের টেকনিয়ন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এটি তৈরি
করেছেন। এসিএস অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস সাময়িকীতে
প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বর্তমানে প্রচলিত কৃত্রিম ত্বক ব্যবহার
করে কেবল স্পর্শানুভূতি পাওয়া যায়। তবে সোনার কণা ও রেজিনের সমন্বয়ে তৈরি
নতুন ত্বকটি সংশ্লিষ্ট রোগীদের একই সঙ্গে পরিবেশের একাধিক অবস্থার অনুভূতি
বা চেতনা দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। গবেষক দলের প্রধান অধ্যাপক হোসাম
হাইক বলেন, অন্যান্য কৃত্রিম ত্বকের চেয়ে নতুন ত্বকটির সংবেদনশীলতা অন্তত
১০ গুণ বেশি হবে। এতে স্থিতিশীল সংবেদী ব্যবহার করা হয়েছে। সিডনি মর্নিং
হেরাল্ড।
No comments