রকমারি বিশ্বের বৃহত্তম ভবন
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শিচুয়ান
প্রদেশের রাজধানী শেংদু শহরে নির্মিত বিশ্বের ‘সবচেয়ে বড় ভবন’
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ৫০০ মিটার দৈর্ঘ্য, ৪০০
মিটার প্রস্থ ও ১০০ মিটার (৩৩০ ফুট) উচ্চতার এই ভবনের নাম নিউ সেঞ্চুরি
গ্লোবাল সেন্টার।
এতে থাকবে বিপণিকেন্দ্র, অফিস,
সম্মেলনকক্ষ, বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স, একাধিক বাণিজ্যিক কেন্দ্র ও
পাঁচতারা হোটেল, অত্যাধুনিক প্রেক্ষাগৃহ প্রভৃতি। ভবনটির সামনে রয়েছে ছয়
হাজার মানুষ ধারণের উপযোগী কৃত্রিম সৈকত, ঝরনা প্রভৃতি। এই ভবনে রয়েছে
নিজস্ব কৃত্রিম সূর্য। এর সুবিশাল ফ্লোরের (১৭ লাখ বর্গমিটার) বিস্তার
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের চেয়ে তিন গুণ বেশি। সেখানে
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসের আয়তনের ২০টি ভবনের জায়গা হয়ে যাবে।
এএফপি।
No comments