ইরাকে মসজিদে বোমা হামলায় নিহত ২০
ইরাকে গতকাল শুক্রবার একটি সুনি্ন মসজিদে
আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন মারা গেছে। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
রাজধানী বাগদাদের উত্তরে দিয়ালা প্রদেশের আল-ওয়াজিহিয়া শহরে আবু বকর
আল-সাদিক মসজিদে এ হামলা করা হয়।
পুলিশের এক কর্নেল জানান,
হামলায় অন্তত ২০ জন মারা গেছে। আহত হয়েছে প্রায় ৪০ জন। হামলার পেছনে কারা
জড়িত তা পরিষ্কার জানা যায়নি। সম্প্রতি প্রদেশের রাজধানী বাকুবার আশপাশে
সহিংসতার ঘটনা বেড়েছে। আল-ওয়াজিহিয়া শহর বাকুবার পূর্বে অবস্থিত। এর আগে
মুকদাদিয়া শহরে গত মঙ্গলবার এক সুনি্ন মসজিদে বোমা হামলায় চারজন নিহত হয়।
No comments