তরুণীর লাশ উদ্ধার



চট্টগ্রামের কালুরঘাট সেতুসংলগ্ন কর্ণফুলী নদী থেকে গতকাল শুক্রবার রাতে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে। গতকাল বিকেলে লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
নিহত তরুণীর নাম হাবিবা জাহান। সে চান্দগাঁও থানাধীন সিডিএ কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী ছিল। তার বাবার নাম হাবিবুর রহমান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভারে চাকরি করেন। তাঁদের গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ে বলে জানা গেছে। তবে চান্দগাঁও থানার পুরোনো ভবনের পাশে একটি বাসায় হাবিবুর রহমান পরিবার নিয়ে বসবাস করেন।

No comments

Powered by Blogger.