পার্কের জন্য ১০ কোটি ডলার অনুদান!
সবুজপ্রীতির অনন্য নজির দেখালেন এক কোটিপতি মার্কিন ব্যবসায়ী। নিউইয়র্কের বিখ্যাত সোল পার্ক কর্তৃপক্ষকে গত মঙ্গলবার ১০ কোটি ডলার অনুদান দিয়েছেন তিনি। এটি যুক্তরাষ্ট্রে এযাবৎ কোনো পার্কের জন্য দেওয়া সবচেয়ে বড় অনুদান।
অনুদানটি দিয়েছেন অর্থলগ্নি প্রতিষ্ঠান পলসন অ্যান্ড কোং-এর প্রতিষ্ঠাতা জন পলসন।
পলসন বলেন, ‘পার্কটির পরিচালনা প্রতিষ্ঠান সেন্ট্রাল পার্ক কনজারভেন্সিকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। কারণ, দেশের সংস্কৃতিতে এটি বড় একটি ভূমিকা রাখছে।’
প্রতিষ্ঠানটি এ উদ্যানকে সংস্কৃতি, প্রকৃতি এবং গণতন্ত্রচর্চার কেন্দ্রে পরিণত করেছে।’ পলসন আশা প্রকাশ করেন, তাদের আর্থিক সহায়তা এ পার্ককে আরও উন্নত ও সুন্দর করবে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক প্রাথমিকভাবে চালু হয় ১৮৫৭ সালে। এর আয়তন ৮৪৩ একর। প্রতিবছর এখানে চার কোটি দর্শনার্থী আসে। দর্শনার্থীর সংখ্যার হিসাবে এটি নিউইয়র্কের যেকোনো সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ে এগিয়ে।
সেন্ট্রাল পার্ককে বলা হয় নিউইয়র্ক নগরের ফুসফুস। নগরটির সমৃদ্ধির একটি মাপকাঠি হিসেবেও দেখা হয় একে। এএফপি।
পলসন বলেন, ‘পার্কটির পরিচালনা প্রতিষ্ঠান সেন্ট্রাল পার্ক কনজারভেন্সিকে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। কারণ, দেশের সংস্কৃতিতে এটি বড় একটি ভূমিকা রাখছে।’
প্রতিষ্ঠানটি এ উদ্যানকে সংস্কৃতি, প্রকৃতি এবং গণতন্ত্রচর্চার কেন্দ্রে পরিণত করেছে।’ পলসন আশা প্রকাশ করেন, তাদের আর্থিক সহায়তা এ পার্ককে আরও উন্নত ও সুন্দর করবে।
নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক প্রাথমিকভাবে চালু হয় ১৮৫৭ সালে। এর আয়তন ৮৪৩ একর। প্রতিবছর এখানে চার কোটি দর্শনার্থী আসে। দর্শনার্থীর সংখ্যার হিসাবে এটি নিউইয়র্কের যেকোনো সাংস্কৃতিক কেন্দ্রের চেয়ে এগিয়ে।
সেন্ট্রাল পার্ককে বলা হয় নিউইয়র্ক নগরের ফুসফুস। নগরটির সমৃদ্ধির একটি মাপকাঠি হিসেবেও দেখা হয় একে। এএফপি।
No comments