মিসরে আরো ৭০ জেনারেল অবসরে
মিসরের সামরিক বাহিনীর আরো ৭০ জেনারেলকে অবসরে পাঠানো হচ্ছে। নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি গত রবিবার এ কথা জানান। পূর্ববর্তী প্রতিরক্ষামন্ত্রী ও সর্বোচ্চ সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাওয়ি এবং সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সামি আনানকে সরিয়ে দেওয়ার মাত্র কয়েক
সপ্তাহের মধ্যেই আবারও পরিবর্তনের কথা ঘোষণা করল প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকার।
প্রসঙ্গত, গণ-আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট হোসনি মুবারকের সরকার পতনের পর থেকেই সর্বোচ্চ সামরিক পরিষদ দেশটি পরিচালনা করছিল। গত জুনে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুরসি।
বিশ্লেষকদের ধারণা, সশস্ত্র বাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন প্রেসিডেন্ট মুরসি। তবে গত কয়েক সপ্তাহে বড় ধরনের পরিবর্তন আনা হলেও সশস্ত্র বাহিনীতে তীব্র কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। সর্বোচ্চ সামরিক পরিষদে বর্তমানে ছয়জন জেনারেল তাঁদের পদে বহাল রয়েছেন।
ধারণা করা হচ্ছে, তাঁদের সঙ্গে পরামর্শ করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্র : বিবিসি।
প্রসঙ্গত, গণ-আন্দোলনের মাধ্যমে প্রেসিডেন্ট হোসনি মুবারকের সরকার পতনের পর থেকেই সর্বোচ্চ সামরিক পরিষদ দেশটি পরিচালনা করছিল। গত জুনে দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মুরসি।
বিশ্লেষকদের ধারণা, সশস্ত্র বাহিনীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন প্রেসিডেন্ট মুরসি। তবে গত কয়েক সপ্তাহে বড় ধরনের পরিবর্তন আনা হলেও সশস্ত্র বাহিনীতে তীব্র কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি। সর্বোচ্চ সামরিক পরিষদে বর্তমানে ছয়জন জেনারেল তাঁদের পদে বহাল রয়েছেন।
ধারণা করা হচ্ছে, তাঁদের সঙ্গে পরামর্শ করেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সূত্র : বিবিসি।
No comments