বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ খুলছে কাল
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ কাল বুধবার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এক দিন আগেই মঙ্গলবার সকাল নয়টার মধ্যে কলেজের আবাসিক সব হল খুলে দেওয়া হবে। গতকাল সোমবার অনুষ্ঠিত কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের জের ধরে গত ২৪ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এরপর অধ্যক্ষের পদত্যাগ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কলেজ খুলে দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। একাডেমিক কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় কলেজের সম্মেলনকক্ষে একাডেমিক কাউন্সিলের ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ এ কে এম আহসান হাবিব।
উপাধ্যক্ষ বলেন, কলেজ বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের ক্লাস, ব্যবহারিকসহ সব পরীক্ষা বন্ধ ছিল। শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা আসন্ন হওয়ায় তাঁরাও উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। কিন্তু অধ্যক্ষ পদত্যাগ করায় একাডেমিক কাউন্সিলের সভা ডাকা সম্ভব হচ্ছিল না। এ কারণে কলেজও খুলে দেওয়া সম্ভব হচ্ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল গতকাল জরুরি বৈঠকে বসে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
উপাধ্যক্ষ বলেন, কলেজ বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের ক্লাস, ব্যবহারিকসহ সব পরীক্ষা বন্ধ ছিল। শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষা আসন্ন হওয়ায় তাঁরাও উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন। কিন্তু অধ্যক্ষ পদত্যাগ করায় একাডেমিক কাউন্সিলের সভা ডাকা সম্ভব হচ্ছিল না। এ কারণে কলেজও খুলে দেওয়া সম্ভব হচ্ছিল না। উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কাউন্সিল গতকাল জরুরি বৈঠকে বসে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
No comments