মিসরে টেলিভিশনে প্রথম হিজাব পরে খবর পড়লেন এক নারী
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবারের মতো গত রোববার মাথায় হিজাব পরে একজন নারীকে সংবাদ পাঠ করতে দেখা গেছে। অর্ধশতাব্দী আগে রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো নারীকে এভাবে সংবাদ পাঠ করতে দেখা গেল।
দেশটিতে এত দিন টেলিভিশনের পর্দায় হিজাব পরে সংবাদ পাঠিকাদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা ছিল। ইসলামপন্থী মোহাম্মদ মুরসির সরকার ক্ষমতা গ্রহণের পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই ফাতমা নাবিল নামের এক নারীকে রোববার স্থানীয় সময় দুপুর ১২টার খবর পড়তে দেখা যায়। এ সময় তাঁর পরনে ছিল ঘিয়ে রঙের হিজাব ও কালো স্যুট। আল-জাজিরা।
No comments