শুক্রবার পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে
ঈদের আগে পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাবরের মতো এবারও সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী শুক্রবার ঢাকা, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে খোলা রাখতে বলা হয়েছে। লেনদেন সময়সূচি ব্যাংক নিজ বিবেচনায় নির্ধারণ করবে। গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার শিল্পঘন এলাকার ব্যাংক শাখা খোলা রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরকে চিঠি দেন শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। চিঠিতে তিনি বলেন, দেশের অর্থনীতির প্রাণ গার্মেন্টস শিল্প খাতে প্রায় ৩৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। ঈদের ছুটির আগে এসব শ্রমজীবী মানুষের বেতন-ভাতাদি পরিশোধ জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় গত ঈদের আগে শিল্পঘন এলাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো নির্ধারিত সময়সূচির বাইরে সেবা দিয়েছে। এবারও পবিত্র ঈদুল আজহার আগে ৪ নভেম্বর সরকারি ছুটির দিন শিল্পঘন এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো খোলা রাখা একান্ত প্রয়োজন।
এ ছাড়া পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইর পক্ষ থেকেও একই অনুরোধ জানানো হয়। সেসব বিবেচনায় নিয়ে শুক্রবার শিল্পঘন এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
এ ছাড়া পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইর পক্ষ থেকেও একই অনুরোধ জানানো হয়। সেসব বিবেচনায় নিয়ে শুক্রবার শিল্পঘন এলাকার বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
No comments