জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ২০

রিশাল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই দল সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবদুর রব সেরনিয়াবাত (বরিশাল) স্টেডিয়ামে খেলা শেষে শনিবার সন্ধ্যার দিকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে এ সংঘর্ষে খেলোয়াড়-সমর্থকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনকে শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বরিশাল-ঢাকা মহসড়কে বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।


জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব শফিকুল আলম গুলজার জানান, আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শনিবার ছিল সেমিফাইনাল খেলা। গৌরনদী বনাম উজিরপুর উপজেলা একাদশ বিকেল ৩টায় খেলায় অংশগ্রহণ করে। খেলায় গৌরনদী একাদশ ১-৪ গোলে উজিরপুর একাদশের কাছে হেরে যায়। এ নিয়ে উভয় দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে উভয় দলের সমর্থকরা খেলা শেষে আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। স্টেডিয়ামের মূল ফটকের কাছে গৌরনদীর এক সমর্থক উজিরপুরের এক খেলোয়াড়কে কটাক্ষ করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে শহরের সিঅ্যান্ডবি রোডে অবস্থিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের সামনে গৌরনদীর খেলোয়াড়-সমর্থকদের বহনকারী বাসটি উজিরপুরের সমর্থকরা আটকে দেয়।
বাস আটক করা নিয়ে উভয় দলের খেলোয়াড়-সমর্থকরা নিজেদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। তখন অপর পক্ষও পাল্টা প্রতিরোধের চেষ্টা করে। এতে উভয় দলের অন্তত ২০ সমর্থক আহত হয়। একই সঙ্গে সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ায় কারণে বরিশাল-ঢাকা মহাসড়কের ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর কোতোয়ালি মডেল থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা স্বীকার করে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কে এম মতিয়ার রহমান কালের কণ্ঠকে বলেন, গৌরনদীর বাস আটকের ঘটনায় উভয় দলের খেলোয়াড়-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় বিক্ষুব্ধ সমর্থকরা বেশ কয়েকটি যাত্রীবাহী বাসের কাচ ভেঙে ফেলে। এতে সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এস এম আরিফ-উর-রহমান সাংবাদিকদের বলেন, 'গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে শনিবার সন্ধ্যার দিকে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। স্টেডিয়ামের বাইরে ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কয়েকজন খেলোয়াড়-সমর্থক আহত হয়েছে বলে শুনেছি। কিন্তু তাদের নাম জানা সম্ভব হয়নি।'

No comments

Powered by Blogger.