সাক্ষাৎকারে বাশার আল-আসাদ-সিরিয়ায় পশ্চিমা হস্তক্ষেপ হলে আরেকটি আফগানিস্তান হবে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, পশ্চিমা কোনো শক্তি যদি সিরিয়ায় 'হস্তক্ষেপ' করে, তাহলে পুরো আরব অঞ্চলই 'ভূমিকম্পের মতো কেঁপে ওঠবে'। ব্রিটেনের দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসাদ এ হুঁশিয়ারি দেন। সিরিয়ায় গণ-আন্দোলন শুরুর প্রায় সাত মাস পর পশ্চিমা কোনো সাংবাদিককে এই প্রথম সাক্ষাৎকার দিলেন আসাদ।এদিকে গত শুক্র ও শনিবার সিরিয়ায় প্রায় ১০০ জনের প্রাণহানির অভিযোগ করেছে মানবাধিকার গোষ্ঠীগুলো। সিরিয়ার সদস্যপদ স্থগিত করার জন্য গতকাল রবিবার তারা আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে।


বাশার আল-আসাদের সাক্ষাৎকারটি গতকাল রবিবার সানডে টেলিগ্রাফে প্রকাশিত হয়। এতে তিনি বলেন, লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করতে বিদেশি শক্তিগুলো যেভাবে হস্তক্ষেপ করেছে, সিরিয়ার ক্ষেত্রেও তেমন আচরণ করা হলে 'আরেকটি আফগানিস্তানের জন্ম হবে।' দামেস্ক থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, 'সিরিয়া এখন এ অঞ্চলের কেন্দ্রবিন্দু। এখানে ভূ-চ্যুতি আছে। আপনারা (পশ্চিমা দেশগুলো) এখানে খেলতে এলে ভূমিকম্প সৃষ্টি হবে। আপনারা কি আরেকটি বা অগণিত আফগানিস্তান দেখতে চান? সিরিয়ায় কোনো সমস্যা দেখা দিলে পুরো এলাকাই জ্বলে ওঠবে।'
গত শনিবার হোমস শহরে সহিংসতায় ২০ সেনা নিহত ও ৫৩ সেনা আহত হওয়ার পর আল-আসাদ এ হুঁশিয়ারি দিলেন। সরকারি সেনাদের সঙ্গে পক্ষত্যাগী সেনাদের ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী গত মার্চ মাসে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার লোক নিহত হয়েছে। আর আসাদ সরকারের দাবি, এই সময়ে সহিংসতায় সরকারি নিরাপত্তা বাহিনীর প্রায় এক হাজার ২০০ সদস্য নিহত হয়েছেন।
গণ-আন্দোলনের শুরুর দিকে সরকারি বাহিনীর বেশকিছু ভুল ছিল বলে আসাদ সাক্ষাৎকারে স্বীকার করেন। তবে এখন কেবল 'সন্ত্রাসীদের' লক্ষ্য করেই হামলা চালাচ্ছে তারা। আসাদ বলেন, 'পুলিশের খুব ছোট একটি অংশ এবং সেনাবাহিনীর আল-কায়েদাকে দমন করার মতো প্রশিক্ষণ আছে। তারা সন্ত্রাসীদের বিরুদ্ধেই লড়ছে। এ কারণেই এখন সংঘর্ষের ঘটনা অনেক কম।'
অন্য আরব দেশগুলোর তুলনায় সিরিয়ায় সরকারের ভূমিকা ভিন্ন বলে দাবি করেন আসাদ। তিনি বলেন, 'আমরা একগুঁয়ে সরকারগুলোর পথ ধরিনি। আন্দোলন শুরুর ছয় দিনের মাথাতেই আমি রাজনৈতিক সংস্কারের উদ্যোগ নিই।' সিরিয়ার গণ-আন্দোলনকে 'ইসলামপন্থী এবং আরব জাতীয়তাবাদীদের মধ্যকার সংঘাত' বলে অভিহিত করেন তিনি, 'আমরা ১৯৫০-এর দশক থেকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে লড়ে আসছি এবং এই লড়াই এখনো চলছে।'

No comments

Powered by Blogger.