ড্রোন ভূপাতিতর কথা স্বীকার করল ইসরাইল
সিরিয়ার
সেনাবাহিনী ইসরাইলের একটি গোয়েন্দা ড্রোনকে ভূপাতিত করেছে। গোলান উপত্যকায়
সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের একটু পরই ড্রোনকে ভূপাতিত করা হয়। সিরিয়
সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলের স্কাইলার্ক ড্রোনকে গোলান উপত্যকার সিরিয়ার
প্রদেশ কুনেইত্রায় ভূপাতিত করা হয়। ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত
করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
এদিকে, সামাজিক মাধ্যমে ভূপাতিত ড্রোনের ছবি
প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ক্ষুদে
গোয়েন্দা এ ড্রোন উড়াতে এক বা দু’জনের প্রয়োজন পড়ে। অবশ্য এটি নির্ভর করে
ড্রোনের মডেলের ওপর। আকাশে ওড়ার পর ভূপৃষ্ঠের ঘাঁটিতে লাইভ ভিডিও ফুটেজ
পাঠাতে থাকে এ ড্রোন। ড্রোন কী পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে তা তদন্ত করে
দেখবে ইসরাইলের সামরিক বাহিনী। তবে, বিধ্বস্ত ড্রোন থেকে গোপন তথ্য হাতিয়ে
নেয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও মনে করছে তারা।
No comments