যবিপ্রবির অ্যাম্বুলেন্সে মদ, ছাত্রসহ আটক ৩
যশোর
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অ্যাম্বুলেন্স থেকে
ভারতীয় মদসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দু'জন ওই বিশ্ববিদ্যালয়
ছাত্র বলে জানা গেছে। সোমবার মধ্যরাতে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইলেক্ট্রিক্যাল ও
ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও টাঙ্গাইল
আদালতপাড়া এলাকার একাব্বর আলীর ছেলে কামরুজ্জামান সনি, একই বিভাগের দ্বিতীয়
বর্ষের ছাত্র ও খুলনার টুটপাড়া এলাকার মিলন বিশ্বাসের ছেলে স্বাগতম
বিশ্বাস এবং বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স চালক মিজারুল কবির। চৌগাছা থানার
ডিউটি অফিসার এএসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদে চৌগাছা থানার দারোগা
জামালের নেতৃত্বে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যশোর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। এ সময় ওই
অ্যাম্বুলেন্স থেকে ৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
No comments