৭ বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৫ সহস্রাধিক, পঙ্গু ১১ হাজার
২০০৮
থেকে ১৫ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৫,৩৩৯
জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আর পঙ্গুত্ব বরণ করেছেন ১০,৮৩০ জন। অপরদিকে
২০১৬ সালের মার্চ পর্যন্ত দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৮ জন শ্রমিক ও আহত
হয়েছেন ১০০ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স ও শ্রমিক
কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার ‘কর্মক্ষেত্রে
দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ বিষয়ে জাতীয় মানদন্ড’
শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য দেয়া হয়েছে। এতে মূল প্রতিবেদন উপস্থাপন করেন
বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। এতে বলা হয়
২০১৫ সালে পরিবহন সেক্টরে নিহত হয়েছেন ১২৫ জন, আহত ৪২। নির্মাণ সেক্টরে
নিহত ৬১, আহত ১১৯। কারখানায় নিহত ৩৭ জন, আহত ১৭। ঐ বছরে গৃহশ্রমিক নিহত হয়
৩৯ জন, আহতের সংখ্যা ৩৯। তৈরি পোশাক শিল্পে নিহত ২১জন, আহত ১১০।
কৃষি খাতে
নিহত ৯। অপরদিকে দিনমজুরের কাজে ঐ বছরে নিহত হন ২৮ জন ও আহত হন ২ জন।
দুর্ঘটনার এসব তথ্য দিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয় কর্মক্ষেত্রে
দুর্ঘটনাজনিত কারণে আহত ও নিহত শ্রমিকের ক্ষতিপূরণ পায় না। আর এজন্য তারা
শ্রম আইন সংশোধন করে ক্ষতিপুরনের পরিমাণ বৃদ্ধি ও আইনের ঘাটতি দূর করার
পরামর্শ দেয়া হয়। দেয়া হয় আইনে মানদন্ড নির্ধারণ করা এবং সময়ের সাথে
আনুপাতিক হারে ক্ষতিপুরণের বৃদ্দি করার পরামর্শও। অপ্রাতিষ্ঠানিক ও
স্বনিয়োজিত সব শ্রমিকের জন্য ক্ষতিপূরণ নিশ্চিতেরও পরামর্শ দেন তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: ওয়াজেদুল ইসলাম খান। সিরডাপ মিলনায়তনে
অনুষ্ঠিত এ মতবিনিময়ে বিল্স-এর সহযোগী ও স্কপভুক্ত জাতীয় ট্রেড ইউনিয়ন
ফেডারেশ ও বিল্স-এর নেতৃবৃন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র
কর্মকর্তাবৃন্দ, বিজিএমইএ, বিইএফ, বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, মানবাধিকার এবং
উন্নয়নকর্মী ও বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ আলোচনা সভায়
উপস্থিত ছিলেন।
No comments