জনদৃষ্টি ভিন্ন দিকে নিতেই 'জঙ্গি' তৎপরতা : রিজভী
বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সাথে প্রতিরক্ষা
চুক্তির বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতেই 'জঙ্গি' তৎপরতা ইস্যুকে সামনে আনা
হয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রাক্কালে প্রস্তাবিত প্রতিরক্ষা
চুক্তির প্রতিবাদে সারা দেশ যখন ফুঁসে উঠেছে, তখনই দেশব্যাপী 'রক্তাক্ত
জঙ্গি' তৎপরতাকে কৌশল হিসেবে দেখছে জনগণ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা
বলেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির
খোকন, শিক্ষাবিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম, তথ্যবিষয়ক সম্পাদক
আজিজুল বারী হেলাল, সহ সাংগগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর
সম্পাদক মুনির হোসেন প্রমুখ। 'জঙ্গিবাদ' নিয়ে দেশের মানুষকে গাঢ় অন্ধকারের
মধ্যে ফেলে রাখা হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসনসহ শীর্ষ
নেতারা বারবার জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও আওয়ামী
লীগ তা বারবার প্রত্যাখান করেছে।
সুতরাং জনগণের কাছে আজ পরিষ্কার হয়ে গেছে,
জঙ্গিবাদকে ব্যবহার করে সরকারই ফায়দা নিচ্ছে। তিনি বলেন, এলজিআরডি মন্ত্রী
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আসন্ন ভারত সফর নিয়ে বলেছেন, আমরা কেবিনেটে বসি।
আমরাএ তো জানি না কী চুক্তি হবে। বিএনপি জানলো কিভাবে কী চুক্তি হবে। কোনো
চুক্তি যদি প্রধানমন্ত্রী করে তাহলে জনগণ জানতে পারবে। অন্যদিকে ওবায়দুল
কাদের বলেছেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হবে না। রিজভী বলেন,
প্রধানমন্ত্রীর সফর নিয়ে সরকারের একেক মন্ত্রী একেক কথা বলছেন। জনগণ কার
কথা বিশ্বাস করবে? জনগণকে অন্ধকারে রেখে স্বার্থবিরোধী চুক্তি করছেন।
চুক্তি গোপন করতে আবার মন্ত্রীরা অসত্য কথা বলছেন। তিনি আরো বলেন, ভারতের
কাছে নতজানু হয়ে থাকাই যেন এই সরকারের ক্ষমতায় থাকার গ্যারান্টি।
বাংলাদেশের মাটিতে বিদেশি সৈন্য বরদাস্ত করা হবে না।
No comments