জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের পাঁচ জঙ্গি গ্রেফতার
রাজধানীর
বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন
বাংলাদেশ (জেএমবি) এর পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। এদের মধ্যে জেএমবির
তামিম-সারোয়ার গ্রুপের দু'জন প্রকৌশলী রয়েছে বলে দাবি র্যাবের। সোমবার
রাতে বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাবের
মিডিয়া সেন্টার থেকে পাঠানো মোবাইল ফোনের এক খুদে বার্তায় বলা হয়,
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের
(জেএমবি) তামিম-সারোয়ার গ্রুপের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে
দু'জন প্রকৌশলী রয়েছে। তাদের কাছ থেকে 'জিহাদি বই' ও বিস্ফোরক তৈরির
সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে খুদে বার্তায় আটকদের নাম-পরিচয় জানানো হয়নি।
প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল
সাড়ে ৯টায় র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতব্বর যুগান্তরকে জানান,
উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ী থেকে সোমবার রাতে জঙ্গি সন্দেহে ৫ জনকে আটক
করেছে র্যাব। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় বিষয়ে বিস্তারিত কিছু জানাননি
তিনি। জাহাঙ্গীর হোসেন বলেছিলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশকোনা
হামলার বিষয়ে এবং তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য কিনা তা জানার চেষ্টা
চলছে। তাদের বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা বলেন
র্যাবের এই কর্মকর্তাও। এরপর বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের মিডিয়া
সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় জেএবির তামিম-সারোয়ার গ্রুপের
পাঁচ জঙ্গি সদস্যকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করা হয়।
No comments