মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সাবেক
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হামলা মামলায়
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে দেয়া
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার প্রধান
বিচারপতিসহ রায় প্রদানকারী তিন বিচারপতিদের স্বাক্ষরের পর এ রায়ের কপি
প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটেও এ রায় প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিষ্ট্রার সাব্বির ফয়েজ জানিয়েছেন, এই রায়ের
কপি এখন কারাগার এবং সিলেটের বিচারিক আদালতে পাঠানো হবে। এর আগে গত রোববার
এই মামলায় মুফতি হান্নানসহ তিনজনের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
এর ফলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো আইনগত বাধা নেই। শুধু তারা
রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। ২০০৪ সালের ২১ মে সিলেটে
হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ
হাইকমিশনার আনোয়ার চৌধুরী। ফেরার পথে ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার
চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন, নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন। এ
ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনাল
জঙ্গি নেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং
মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। গত
বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। গত ৭ ডিসেম্বর
মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ
তিন জনের আপিল শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করেন।
No comments