নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপ তদন্ত করছে এফবিআই
মার্কিন
প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত শুরু করেছে দেশটির
কেন্দ্রীয় তদন্ত ব্যুরো-এফবিআই। প্রথমবারের মতো তদন্তের বিষয়টি নিশ্চিত
করেছেন এফবিআই প্রধান জেমস কমে। খবর বিবিসির। ২০১৬ সালের এই নির্বাচনের
মাধ্যমেই প্রেসিডেন্ট হন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। জেমস কমে জানান, বিষয়টি
তদন্ত করা খুবই জটিল।
তদন্ত সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়সূচি বেঁধে
দেয়া সম্ভব নয়। এদিকে, ট্রাম্পের ফোনে ওবামা প্রশাসনের আঁড়িপাতার বিষয়ে
এফবিআই প্রধান জানান, তার সংস্থা এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ পায়নি। এ বিষয়ে
প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। গত বছরের
অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, ওবামা প্রশাসন তার ফোনে আঁড়ি পাতে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে
হস্তক্ষেপের অভিযোগ ওঠে। যদিও হ্যাকিংয়ে সম্পৃক্ততার বিষয়ে যুক্তরাষ্ট্রের
দাবি সব সময় নাকচ করে আসছে রাশিয়া।
No comments