১৯ বছর পর নেছারাবাদে আহ্বায়ক কমিটি : জেলা আ’লীগের কোন্দলে নতুন মাত্রা
পিরোজপুরের
নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ১৯ বছর পর।
জেলা কমিটির সভাপতি এ আসনের এমপি এ কে এম এ আউয়াল ও তার অনুসারিদের বাদ
দিয়ে কমিটি ঘোষণা করায় বিভক্ত হয়ে পড়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের
নেতারা। ১৭ মার্চ শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম
হাওলাদার ৫৯ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করেন।
তিনি এ-সংক্রান্ত একটি চিঠি কমিটির আহ্বায়ককে দিয়েছেন। অপরদিকে জেলা আওয়ামী
লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এ কমিটিকে অবৈধ আখ্যা দিয়েছেন। অভিযোগ
উঠেছে, কমিটিতে আউয়ালের অনুসারীদের রাখা হয়নি। তার কাছে জানতে চাইলে তিনি
নয়া দিগন্তকে বলেন, ‘কিসের কমিটি, কেন্দ্র ও আমার অনুমোদন ছাড়া কোনো কমিটি
হবে না।’ সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের
ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নূর মোহাম্মদ হাওলাদারকে সভাপতি
এবং এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছিল। ১৯৯৯ সালে
নূর মোহাম্মদ হাওলাদারের মৃত্যুর পর সহ-সভাপতি আবদুল হামিদ প্রথমে
ভারপ্রাপ্ত সভাপতি ও পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০০ সালে কমিটির
মেয়াদ শেষ হয়। কিন্তু নতুন করে কমিটি না করায় ওই কমিটিই দায়িত্ব পালন করে
আসছিল। ১৭ মার্চ এম এ হাকিম হাওলাদার স্বাক্ষরিত ৫৯ সদস্যবিশিষ্ট নেছারাবাদ
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা আওয়ামী লীগের সদস্য
সৈয়দ শহীদ উল আহসানকে আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম
মুইদুল ইসলাম, আবদুস সালাম শিকদার, সুব্রত কুমার ঠাকুর, মো: শরিফ আহমেদ এবং
এম এ সালাম রেজাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ১ নম্বর সদস্য করা হয়েছে
সাবেক এমপি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমকে। তবে কমিটিতে
স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো: গোলাম কবিরসহ এমপি আউয়ালের অনুসারীদের রাখা
হয়নি। আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান,
পিরোজপুর-১ আসনের এমপি আউয়ালের সাথে তার ভাই পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর
রহমান মালেক আরেক ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক,
এম এ হাকিম হাওলাদার ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ আলমের বিরোধ
রয়েছে। শাহ আলমের অনুসারী সৈয়দ শহীদ উল আহসানকে আহ্বায়ক এবং এস এম মুইদুল
ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে পছন্দের লোকদের নিয়ে আহ্বায়ক কমিটি করে
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দিয়ে অনুমোদন করান। তবে এ কমিটিতে
আউয়ালের অনুমোদন নেই। স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি
মো: গোলাম কবির বলেন, ‘আমরা শুনেছি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন
করা হয়েছে। তবে সবাইকে ডেকে আলোচনা করে কমিটি গঠন করা উচিত ছিল। গোপনে
এভাবে কমিটি করার ফলে দলের মধ্যে বিভক্তি দেখা দেবে। জেলা কমিটির সভাপতি এ
কে এম এ আউয়াল বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এভাবে আহ্বায়ক কমিটি
করতে পারেন না। করে থাকলে ওই কমিটি অবৈধ। এ বিষয়ে এম এ হাকিম হাওলাদার
বলেন, ‘১২ মার্চ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক চিঠিতে
মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন করার প্রস্তুতি নেওয়ার জন্য বলেন। ওই
চিঠি পাওয়ার পর শুক্রবার নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন
করে আগামী ছয় মাসের মধ্যে সম্মেলন করার জন্য বলেছি।’ জেলা আওয়ামী লীগের
সভাপতির দাবি নাকচ করে দিয়ে এম এ হাকিম বলেন, ‘সভাপতি সভায় উপস্থিত থাকেন
না। জেলা কমিটি রেজ্যুলেশন করে আমাকে কমিটি করার দায়িত্ব দিয়েছে।
No comments