সীতাকুণ্ডে অভিযানে নিহতদের বেওয়ারিশ হিসেবে দাফন



চট্টগ্রামের সীতাকুণ্ডে উগ্রবাদবিরোধী অভিযানে নিহত এক শিশুসহ তিনজনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ নিতে না চাওয়ায় গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার চৈতন্যগলি কবরস্থানে তাদের দাফন করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, তিনজনের লাশ পরিবার নেবে না বলে জানায়।
এরপর লাশ তিনটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। বেওয়ারিশ হিসেবে লাশ তিনটি দাফন করা হয়েছে। ১৬ মার্চ সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। এতে আত্মঘাতী নারীসহ চার উগ্রবাদী ও এক শিশু নিহত হয়। নিহত জোবাইরা ইয়াছমিন ও তার স্বামী কামাল হোসেন এবং তাদের শিশুসন্তানের লাশ না নেওয়ার কথা গতকাল জানিয়ে দেয় পরিবার। পরিবারের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আঞ্জুমানে মফিদুল ইসলামকে লাশ তিনটি দাফন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

No comments

Powered by Blogger.