মার্কিন বিশ্ববিদ্যালয়ের দুই সৌদি ছাত্রের লাশ উদ্ধার
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg75IJxLboPWNDT9NTp0FLZJjYo471C9lKIpYlBA4mRfMUaeUo8g6rcs_j9esQzRthK2gTmd1T1nJmHdUpybM44-FozgJPVp5Bfn5AmGHzz2JRLgUf2Q4jLXmJ18Hh1tVhPznMgH4vdhcwz/s400/37.jpg)
যুক্তরাষ্ট্রের
ইলিনয়ের রকফোর্ড ইউনিভার্সিটির দুই সৌদি ছাত্রকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
ওই দুই ছাত্র হলেন- মোহাম্মদ মুফতি (২৪) এবং আমজাদ বালখায়ের (২১)। তারা
রকফোর্ড ইউনিভার্সিটিতে জীববিজ্ঞান এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগে প্রথম
বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সময় শনিবার ক্যাম্পাসের বাইরে তাদের
বাসার কাছে একটি গ্যারেজে নিজ গাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়। স্থানীয় সৌদি
স্টুডেন্ট ক্লাবের প্রধান ফয়সাল আল আনজি আল আরাবিয়াকে বলেছেন,মুফতি এবং
বালখায়ের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। মার্কিন কর্তৃপক্ষ বলছে, ওই দুই ছাত্র
খুন হয়েছে বলে তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এদিকে রকফোর্ড ফায়ার বিভাগ
জানিয়েছে, গ্যারেজটিতে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়েছিল।
No comments