মসুলে আইএসের হাতে পুলিশ কর্নেলসহ ৮ কর্মকর্তা বন্দি
ইরাকের
দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের সঙ্গে রক্তক্ষয়ী
সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গোলাবারুদ শেষ হয়ে গেলে আইএস সদস্যরা
ইরাকি পুলিশের এক কর্নেল ও তার ৮ সহযোগীকে বন্দি করেছে বলে দেশটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানান,
সোমবার ভোরের দিকে পুলিশ কর্মকর্তারা মসুলের বাব জাদিদ জেলায় আইএস
সদস্যদের হাতে বন্দি হন। সম্প্রতি ইরাকি সৈন্যরা ওই এলাকায় আইএসবিরোধী
শক্তিশালী অভিযান শুরু করেছে। অভিযানে মসুলের অর্ধেক আইএসের হাত থেকে
উদ্ধার হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রশাসন। তবে ওই পুলিশ সদস্যদের
বর্তমানে কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
No comments