নিউ ইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় মন্তব্যে ট্রাইব্যুনালের বিস্ময়
বাংলাদেশে
কর্মরত বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের শাস্তি নিয়ে নিউ ইয়র্ক টাইমস-এর
সম্পাদকীয় মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-২। একই বিষয়ে বাংলাদেশের ৫০ জন বিশিষ্ট নাগরিকের দেয়া বিবৃতির
পূর্ণাঙ্গ অনুলিপিও তলব করেছে ট্রাইব্যুনাল। প্রথম আলো সম্পাদককে ওই
বিবৃতির অনুলিপি ৩১শে ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন
ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। বিবৃতির অনুলিপি ও নিউ ইয়র্ক টাইমস-এর সম্পাদকীয়
পরীক্ষা-নিরীক্ষা শেষে এ ব্যাপারে পরবর্তী আদেশ দেয়া হবে। গত ২রা ডিসেম্বর
আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে ইংরেজি দৈনিক নিউএজের বিশেষ
প্রতিনিধি ডেভিড বার্গম্যানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের
কারাদণ্ড দেয়া হয়। এ রায়ের পর নানা মহল থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
এর মধ্যে ২০শে ডিসেম্বর প্রথম আলো’তে প্রকাশিত ৫০ নাগরিকের বিবৃতি এবং ২৩শে
ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত সম্পাদকীয় আমলে নিয়ে গতকাল
স্বপ্রণোদিত হয়ে আদেশ দেয় ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে,
প্রাথমিকভাবে মনে হচ্ছে সম্পাদীয় মন্তব্য এবং বিবৃতি ভুল ধারণা থেকে করা
এবং তা স্বীকৃত সীমার লঙ্ঘন। এটা দেখে আমরা বিস্মিত হয়েছি, প্রখ্যাত
আন্তর্জাতিক সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস-এর সম্পাদকীয় বোর্ড এমন মন্তব্য
করতে পারে, ট্রাইব্যুনাল যে ন্যায়-বিচারের সন্ধানে রয়েছে সে ন্যায়বিচার যদি
তারা চায় তাহলে ট্রাইব্যুনালের উচিত অনতিবিলম্বে বার্গম্যানের শাস্তি
প্রত্যাহার করা। এটা বুঝতে আমরা অক্ষম নিউ ইয়র্ক টাইমস-এর মতো আন্তর্জাতিক
খ্যাতিসম্পূর্ণ সংবাদপত্র কিভাবে একটি স্বাধীন দেশের আদালতকে বার্গম্যানের
সাজা প্রত্যাহার করতে বলতে পারে।
৫০ নাগরিকের পূর্ণাঙ্গ বিবৃতি দাখিলের নির্দেশ প্রথম আলোকে
সাংবাদিক
ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালের দেয়া দণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে
৫০ নাগরিকের প্রকাশিত বিবৃতির পূর্ণাঙ্গ কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার
কার্যালয়ে জমা দিতে দৈনিক প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দিয়েছেন
ট্রাইব্যুনাল। ৩১ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রার কার্যালয়ে এ বিবৃতির
পূর্ণাঙ্গ কপি জমা দিতে আদেশ দেয়া হয়েছে। প্রথম আলোর প্রকাশিত সংবাদ আমলে
নিয়ে রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্র্রার
মো. মোস্তাফিজুর রহমান তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
সাংবাদিকদের এ আদেশের কথা জানান। মোস্তাফিজুর রহমান বলেন, ২ ডিসেম্বর
ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা প্রদান করে আদেশ
দেন। এরপর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের
উদ্বেগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। একই আদলে ২৩ ডিসেম্বর নিউইয়র্ক টাইমস
একটি সম্পাদকীয় প্রকাশ করে। রেজিস্ট্রার বলেন, এই সংবাদগুলো ট্রাইব্যুনালের
কাছে বাংলাদেশের বিচার বিভাগের প্রতি কটাক্ষ করার শামিল বলে প্রতীয়মান
হয়েছে। তাই প্রথম আলোকে দেয়া ৫০ নাগরিকের বিবৃতির পূর্ণাঙ্গ কপি দেখতে
চেয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত নিউইয়র্ক টাইমসের সংবাদটি অনলাইনের
মাধ্যমে সংগ্রহ করার চেষ্টা করছে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
No comments