‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা প্রয়োজন’ -খালেদার সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
অর্থনৈতিক
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা
প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষনেতা খালেদা জিয়ার সঙ্গে
ঘণ্টাব্যাপী বৈঠককালে তিনি এ মন্তব্য করেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন,
চীন বিশ্বাস করে- অর্থনৈতিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য স্থিতিশীলতা ও
বড় বড় রাজনৈতিক শক্তি বা দলের মধ্যে সমঝোতা অত্যন্ত প্রয়োজন। তিনি আশা
প্রকাশ করেন, বড় দু’টি রাজনৈতিক দল আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের মধ্যে যে
বিভাজন রয়েছে তার একটি সমাধান বের করতে পারবে। বৈঠক শেষে বিএনপি’র ভাইস
চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, চীনা পররাষ্ট্রমন্ত্রী
বলেছেন, বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার পেছনে
বিএনপি ও খালেদা জিয়ার যে বিশেষ ভূমিকা রয়েছে তা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার
করে চীন। এই সম্পর্কের শুরু হয়েছিল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের সময়। দীর্ঘ চার দশকে দু’দেশের নানা মাত্রিক এই সম্পর্ক আরও
গভীর বিস্তৃত হয়েছে। আগামীতে এই সম্পর্ক আরও জোরদার হবে। এ সময় চীনা
পররাষ্ট্রমন্ত্রী বিএনপি প্রতিনিধি দলকে আবারও চীন সফরের আমন্ত্রণ জানান।
বলেন, আগামী বছর বাংলাদেশ-চীনের সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে আরও বড়
ধরনের অনুষ্ঠানের কর্মসূচি নেয়া হবে। তখন বিএনপি প্রতিনিধি দলকেও সেখানে
আমন্ত্রণ জানানো হবে। তিনি আরও বলেন, বিরোধী জোটের শীর্ষনেতা ও বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঢাকা সফররত
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র বৈঠক হয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী দেশটির
প্রেসিডেন্ট ও চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে খালেদা
জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন। বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত
ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির
সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান
শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন
আহমেদ। সূত্র জানায়, এই সাক্ষাতে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন,
গণতান্ত্রিক অবস্থা, নির্বাচন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ই অক্টোবর সর্বশেষ চীন সফরে যান বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া। সপ্তাহব্যাপী সে সফরে চীনের ভাইস প্রেসিডেন্ট সহ শীর্ষ
নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ৫ই জানুয়ারি একতরফা নির্বাচনকে কেন্দ্র করে
দুই সপ্তাহ অবরুদ্ধ থাকার পর ১১ই জানুয়ারি চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
উপলক্ষে প্রথম গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান খালেদা জিয়া।
No comments