প্রিন্স হ্যারির পিতা কে!
বৃটিশ
রাজপরিবারের সন্তান প্রিন্স হ্যারির পিতা কে! এমন কৌতূহল আবারও নাড়া
দিয়েছে বৃটেনকে। বলা হচ্ছে, প্রিন্স চার্লস নন, সাবেক সেনা কর্মকর্তা জেমস
হিউইটই হলেন প্রিন্স হ্যারির জন্মদাতা পিতা। ‘ট্রুথ, লাইস অ্যান্ড ডায়ানা’
নাটকে এমনটিই বলা হচ্ছে। প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে সড়ক দুর্ঘটনায়
প্যারিসে নিহত হবার পর অন্য পুরুষের সঙ্গে তার সমপর্ক নিয়ে নানা কথা বলা
হয়েছে। বলা হয়েছিল, ধনকুবের দোদি আল ফায়েদের সঙ্গে অন্তরঙ্গ সমপর্ক ছিল
ডায়ানার। জেমস হিউইটকে নিয়েও তখন আলোচনা হয়েছিল। তবে হিউইট ওই সময় এমন
অভিযোগ অস্বীকার করেছিলেন। কিন্তু নতুন এ নাটকের ফলে ডায়ানা এবং তার মৃত্যু
নিয়ে গোপন এক অধ্যায় উন্মোচিত হচ্ছে। এই নাটকের রচয়িতা জন কনওয়ে বলেছেন,
নাটকটি লেখার আগে তিনি অনেক লোকের সঙ্গে কথা বলেছেন, যারা ডায়ানার মৃত্যুর
সময়ে তার খুব কাছাকাছি ছিলেন। তারই ভিত্তিতে রচনা করা হয়েছে এ নাটক। এতে
দেখানো হয়েছে, ১৯৮০’র দশকে প্রিন্সেস ডায়ানার সঙ্গে গভীর সমপর্ক গড়ে উঠেছিল
জেমস হিউইটের। এর প্রায় ১৮ মাস পরে জন্ম হয়েছিল প্রিন্স হ্যারির। নাটকের
জেমস হিউইটের চরিত্রে অভিনয় করেছেন জন কনওয়ে নিজে। এ খবর দিয়েছে ডেইলি
মিরর। নাটকের একটি অংশে জেমস হিউইট এক সাংবাদিককে বলেন, হ্যারির জন্ম হওয়ার
এক বছরেরও বেশি আগে আমার সঙ্গে ডায়ানার সমপর্ক শুরু হয়। কিন্তু এর মানে এই
নয় যে, আমিই তার পিতা। এটা কেবলমাত্র অস্বস্তিদায়ক একটি সত্য। গত রাতে এ
বিষয়টি নিশ্চিত করে জেমস হিউইট বলেছেন, লেখক কনওয়ের কাছে তিনি ডায়ানার
সঙ্গে সমপর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, নাটকটি যে সঠিক হবে, তা নিয়ে তার
কোন সন্দেহই নেই। অপরদিকে কনওয়ে বলেন, আমি জেমসের সঙ্গে প্রায় ২ বছর ধরে
কথা বলে আসছি। তিনি আমাকে এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনই প্রকাশ্যে বলা
হয়নি। আগামী ৯ই জানুয়ারি লন্ডনের একটি থিয়েটারে এ নাটক মঞ্চস্থ হবে।
No comments