দ্য ইন্টারভিউ অনলাইনে আয় করেছে দেড় কোটি ডলার
মাত্র
চার দিনে সনি’র বহুল আলোচিত ছবি ‘দ্য ইন্টারভিউ’ অনলাইন থেকে আয় করেছে দেড়
কোটি ডলার। এর ফলে সনি’র অনলাইনে সবচেয়ে বেশি আয় করা মুভির তালিকায়
শীর্ষস্থান দখল করেছে এটি। এ খবর দিয়েছে বিবিসি। অনলাইনে ছবিটি ২০ লাখেরও
বেশিবার ডাউনলোড করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যাপরিকল্পনা
নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে। এ ছবিতে নিজেদের নেতার চরিত্র হরণ করা হয়েছে
বলে তীব্র আপত্তি জানায় উত্তর কোরিয়া। ছবিটির মুক্তি বন্ধ করতে সনি ও
যুক্তরাষ্ট্রকে কঠোর ভাষায় হূমকিও দেয় দেশটি। এমনকি সনির সার্ভার হ্যাক করে
সনির অনেক গুরুত্বপূর্ন তথ্য প্রকাশ করে দেয় হ্যাকাররা। এর মধ্যে রয়েছে
অভিনেতাদের পারিশ্রমিক, পরবর্তি চলচ্চিত্র স¤পর্কে বিস্তারিত তথ্য,
নির্মিতব্য ছবির স্ক্রিপ্ট থেকে শুরু করে বেশ গুরুত্বপূর্ন অনেক তথ্য।
যুক্তরাষ্ট্র ও সনি এ হ্যকিং-এর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে প্রতিশোধ
নেয়ার ঘোষণা দেয়। তবে উত্তর কোরিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করে। এর পরপরই
সাইবার হামলার তোড়ে উত্তর কোরিয়ার ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বেশ
কয়েকবারের জন্য একেবারেই ভেঙ্গে পড়ে। এ ঘটনার পেছনে যুক্তরাষ্ট্রের হাত
রয়েছে বলে দাবি করে উত্তর কোরিয়া। বেশ কয়েকদিন এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়
চলে দুই দেশের কূটনীতিক পর্যায়ে। এক পর্যায়ে ছবিটির নির্ধারিত মুক্তির দিন
পিছিয়ে দেয় সনি। ততদিনে খোদ মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সামাজিক
যোগাযোগ মাধ্যমের সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ছবিটি নিয়ে ব্যপক আলোচনা
শুরু হয়। অবশেষে বড়দিনে ছবিটি অনলাইনে মুক্তি দেয় সনি। আর তাতেই বিশাল
অংকের অর্থ ঘরে তুলেছে বিশ্বখ্যাত চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানটি।
No comments