আলাল হাসপাতালে
তিন
দিনের রিমান্ডে থাকা যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পুলিশ
হেফাজতে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিবি কার্যালয়
থেকে গতকাল রাত আটটার দিকে মোয়াজ্জেম হোসেন আলালকে ঢাকা মেডিক্যাল কলেজ
(ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। চকবাজার থানার ওসি আজিজুল
হক জানান, আদালত থেকে রিমান্ড পাওয়ার পর জিজ্ঞাসাবাদের সুবিধার জন্য তাকে
ডিবি কার্যালয়ে নেয়া হয়েছিল। তার শরীর কাঁপুনিজনিত সমস্যা রয়েছে। ডিবি
কার্যালয়ে নেয়ার পর সন্ধ্যায় এই সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়।
সেখানে জরুরি বিভাগে চিকিৎসার পর হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। পরে সেখান
থেকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। শনিবার রাতে লালমাটিয়ার বাসা থেকে
আলালকে গ্রেপ্তারের পর গতকাল ৩ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেন
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্র্রেট আলী মাসুদ শেখ। চকবাজার থানার
পুলিশ পরিদর্শক আলালের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড
আবেদনে পরিদর্শক ইলিয়াস বলেন, ২৪শে ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা
জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের
নিয়ে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ফজলে রাব্বী হলের কাছে জড়ো হন এবং
বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন। এক পর্যায়ে তারা পুলিশের
নিরাপত্তা বেষ্টনী ভেঙে আদালতে প্রবেশের চেষ্টা করেন।
No comments