মালিবাগে জামায়াতের মিছিলে আওয়ামী লীগের হামলা
রাজধানীর মালিবাগে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিলে হামলা করেছে আওয়ামী লীগ ও পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে মিছিলটি আবুল হোটেলের সামনে গেলে আওয়ামী লীগের কর্মীর হামলা চালায়। এতে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার প্রাক্কালে পুলিশ ঘটনাস্থলে এসে জামায়াত-শিবির নেতাকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে চৌধুরীপাড়া শহীদি মসজিদের সামনে থেকে শাতাধিক জামায়াত-শিবির নেতা-কর্মী একটি মিছিল নিয়ে আবুল হোটেলের দিকে এগিয়ে আসে। এসয় সেখানে অবস্থান করা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে জামায়াত-শিবির নেতাকর্মীদের লক্ষ্য করে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে। এসময় পাঁচজন আহত হয়েছেন।
আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জানান, মানুষের জানমাল রক্ষার্থে আওয়ামী লীগের কর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান করছিল। জামায়াত-শিবির একটি মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের কর্মীদের ওপর হামলা চালালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়। পুলিশ সেখান থেকে ৪ পথচারীকে আটক করে।
রমনা থানা পুলিশের এসআই একে আজাদ জানান, চৌধুরীপাড়া এলাকায় জামায়াত ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করার কথা অস্বীকার করেন তিনি।
আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জানান, মানুষের জানমাল রক্ষার্থে আওয়ামী লীগের কর্মীরা আগে থেকেই সেখানে অবস্থান করছিল। জামায়াত-শিবির একটি মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের কর্মীদের ওপর হামলা চালালে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়। পুলিশ সেখান থেকে ৪ পথচারীকে আটক করে।
রমনা থানা পুলিশের এসআই একে আজাদ জানান, চৌধুরীপাড়া এলাকায় জামায়াত ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করার কথা অস্বীকার করেন তিনি।
No comments