বড় দুই দলে সংলাপ চায় চীন
বাংলাদেশের
দুই প্রধান রাজেনৈতিক দলের মধ্যকার বিভাজন দূর করতে সংলাপের ওপর
গুরুত্বারোপ করেছেন চীনের সফররত পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার রাতে
গুলশানের বাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে চীনা
পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর শমসের মবিন চৌধুরী একথা জানান। বৈঠকের পর চীনা
পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন
বলেন, ‘‘ তিনি (ওয়াং ই) বলেছেন, চীন বিশ্বাস করে, বাংলাদেশের অর্থনৈতিক
উন্নয়নের ধারাবাহিকতার ধরে রাখতে এবং স্থিতিশীলতা জন্য বড় দুইটি রাজনৈতিক
দলের মধ্যে সমঝোতা প্রয়োজন। তারা আশা করে আলাপ-আলোচনার মাধ্যমে বড় দুইটি
দলের মধ্যে যে বিভাজন রয়েছে, তার সমাধান ও সমঝোতা খুঁজে পাবে।’’ প্রায়
ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও
ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
রাত ৮টা ৩৫ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়। বৈঠকের পর চীনা
পররাষ্ট্র মন্ত্রী গুলশানের বাসা থেকে চলে গেলে শমসের মবিন চৌধুরী
সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, ‘‘সৌহার্দপূর্ণ পরিবেশে এই বৈঠক
হয়েছে। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই চীনের রাষ্ট্র পতি ও চীনা
কমিউনিস্ট পার্টির প্রধান শি জিন পিং এর শুভেচ্ছা সা্বকে প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন। তিনি বলেছেন, বাংলাদেশ-চীন দ্বি-পাক্ষিক
সম্পর্ক শক্তিশালী করার পেছনে বেগম খালেদা জিয়া ও বিএনপির একটি বিশেষ
ভুমিকা রয়েছে। চীন এটা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন।’’ ‘‘একই সঙ্গে চীনের
সঙ্গে কুটনৈতিক সম্পর্ক গোড়াপত্তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
অবদানের কথা স্মরণ করে পররষ্ট্র মন্ত্রী বলেছেন গত চার দশকে এই সম্পর্ক আরো
গভীর ও শক্তিশলিী হয়েছে।’’ আগামী বছরে দুই দেশের সম্পর্কের ৪০ বছর
পূর্তির অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিদল প্রেরণের আমন্ত্রণও চীনা
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বলে জানান শমসের। আগামী বছরে দুই দেশের
সম্পর্কের ৪০ বছর পূর্তির অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিদল প্রেরণের
আমন্ত্রণও চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বলে জানান শমসের। বৈঠকে বিএনপির
ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য
মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা
রিয়াজ রহমান, শমসের মবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। চীনা
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ১১ সদস্যের প্রতিনিধিদল ছাড়াও ঢাকায় চীনা
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কিউ গুয়াং ঝু উপস্থিত ছিলেন। শনিবার
সন্ধ্যায় তিনদিনের সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসেন। তিনি বিকালে
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে। এরআগে চীনা
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ
আলীর সঙ্গে বৈঠক করেন।
No comments