পিতা-পুত্র দ্বন্দ্ব পিপিপি’র পরিণতি কি!
ঐতিহ্যবাহী
রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র শীর্ষ পদে আসীন পিতা সাবেক
প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও পুত্র দলীয় চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো
জারদারির মধ্যে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। ছেলের মান ভাঙাতে লন্ডনে
ছুটে যান আসিফ আলী জারদারি। সেখানে এক সপ্তাহ অবস্থান করেন। কিন্তু ক্ষুব্ধ
বিলাওয়ালকে তিনি বাগে আনতে পারেন নি। তাই গতকাল শূন্য হাতে তার পাকিস্তান
ফিরে আসার কথা। গতকাল ছিল সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো জারদারির
মৃত্যুবার্ষিকী। এদিন তার স্মরণ সভায় যোগ দিতে ফিরছেন না বিলাওয়াল। এ নিয়ে
পাকিস্তানের মিডিয়ায় বিস্তর লেখালেখি হচ্ছে। গতকাল ঘড়ি খুদা বকশ-এ বেনজির
ভুট্টো স্মরণ সভা হওয়ার কথা। গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশে ফেরার
বিষয়ে বিলাওয়াল ছিলেন সিদ্ধান্তহীন। অনলাইন ডন লিখেছে, বিলাওয়াল দেশে না
ফেরায় গতকালের অনুষ্ঠানে একা একা সভাপতিত্ব করতে পারেন তার পিতা। গত ৩০শে
নভেম্বর থেকে পিতা-পুত্রের মধ্যে দ্বন্দ্বের সূচনা প্রকাশ পায়। ওইদিন ছিল
পিপিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিনও অনুপস্থিত ছিলেন বিলাওয়াল। তখন প্রকাশ
পায় যে, দলীয় বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এখানে উল্লেখ্য, পিপিপি’র
প্রেসিডেন্ট বিলাওয়াল। ভাইস প্রেসিডেন্ট তার পিতা আসিফ আলী জারদারি।
জারদারির বিরুদ্ধে সুইস কোর্টে মামলা থাকায় বেনজির ভুট্টো মারা যাওয়ার পর
ছেলেকে বানানো হয় দলীয় প্রধান। তারপর থেকে নানা চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে
চলছে পিপিপি। সম্প্রতি কয়েক মাস ধরে লন্ডনে অবস্থান করছেন বিলাওয়াল। দলীয়
সূত্র বলেছেন, দলের মূল নেতারা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোতভাবে
চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি নিয়ে তার বিরোধ তা দেশে এসে প্রকাশ করার আহ্বান
জানানো হচ্ছে। একই সঙ্গে দলীয় অন্যান্য বিষয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা
হচ্ছে। বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, নিজের ইচ্ছামতো দল সাজাতে চেয়েছিলেন
বিলাওয়াল। তা নিয়েই মূলত তার পিতার সঙ্গে বিরোধ। এর সঙ্গে দলের নারীবিষয়ক
পার্লামেন্টারি শাখার সভানেত্রী ফারিয়া তালপুরের জন্য আসন অক্ষত রাখা নিয়ে
তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। ফারিয়া তালপুর হলেন আসিফ আলী জারদারির বোন।
তিনি বোনের জন্য ওই পদটি ধরে রাখার বিষয়ে অনড়। এই নিয়ে পুত্রের সঙ্গে তার
দ্বন্দ্ব। ওদিকে গতকালের অনুষ্ঠানে বিলাওয়াল যোগ দেবেন কিনা সে বিষয়ে তার
প্রেস সেক্রেটারি বশির রিয়াজ বিস্তারিত কোন তথ্য দেন নি। তিনি বলেছেন,
অপেক্ষা করুন। সব পরিষ্কার হয়ে যাবে। ওদিকে পিতা-পুত্রের বিরোধ নিয়ে মিডিয়া
যখন সরব হয়ে উঠেছে তখন আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারি যৌথ
ছবি তুলে তা প্রকাশ করে বোঝানোর চেষ্টা করেন যে, তাদের মধ্যে কোন বিরোধ
নেই। ওদিকে দলের ভিতরে ও বাইরের নেতাদের মধ্যে যে ভাবধারা পরিলক্ষিত হচ্ছে
তাতে অভ্যন্তরীণ বিষয়ে দলের ভিতরে গ্রুপিং সৃষ্টি হচ্ছে- এমন এক সঙ্কট
মোকাবিলা করছে পিপিপি। তারা বলছেন, দলীয় বিষয়ে তার ইচ্ছার বিরুদ্ধে
সিদ্ধান্ত নেয়া হচ্ছে এটা দেখার পর পাঞ্জাবে বিলাওয়াল দল পুনর্গঠন আপাতত
স্থগিত করেছেন। এ অবস্থায় পিপিপি’র ভবিষ্যৎ কি, দল কোন দিকে যাচ্ছে তা নিয়ে
আলোচনা হচ্ছে দেশে ও বিদেশে।
No comments