উড়ন্ত সূচনা - দাপুটে জয়
সাকিব আল হাসানের আরও এক রেকর্ড। আর বাংলাদেশের আরও এক দাপুটে জয়। সাকিব ব্যাটিংয়ে ফুলঝুরি দেখালেন ম্যাচের প্রথমার্ধে। আর পরে বল হাতে দেখালেন ভেলকি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চৌকস নৈপুণ্যের সামনে কুপোকাত হলো জিম্বাবুয়ে। এতে দাপুটে জয় নিয়ে টাইগাররা ওয়ানডে সিরিজের শুরুটাও করলো দারুণ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল চট্টগ্রামে জিম্বাবুয়েকে ৮৭ রানে হারালো বাংলাদেশ। জহুর আহমেদ মাঠে টস হেরে আগে ব্যাটিং শেষে জিম্বাবুয়েকে ২৮২ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ৭.৫ ওভার বাকি রেখে ১৯৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ইনিংসে ব্যক্তিগত অর্ধশতকের মুখ দেখেন কেবল ব্রেন্ডন টেইলর। গতকাল দিনের প্রথমার্ধে বাংলাদেশ ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি হাঁকিয়ে ভক্তদের স্বপ্ন দেখান সাকিব আল হাসান। পরে বল হাতে জিম্বাবুয়ে শিবিরে আঘাত হেনে করেন স্বপ্ন পূরণ। ব্যাট হাতে সেঞ্চুরি ও পরে বোলিংয়ে চার উইকেট নেন সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহাসে এমন কীর্তি দেখা গেল মাত্রই দ্বাদশ বার। ম্যাচে সেঞ্চুরি ও চার উইকেটের প্রথম কৃতিত্বটা ক্যারিবীয় লিজেন্ড ভিভ রিচার্ডসের। ১৯৮৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন দেখান ভিভ। আর এমন সর্বশেষ নৈপুণ্যটা লঙ্কান তারকা তিলকরত্নে দিলশানের। ২০১১ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে সেঞ্চুরি ৪ উইকেট পান দিলশান। ভারতের শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, যুবরাজ সিং, পাকিস্তানের শোয়েব মালিক, নেদারল্যান্ডসের ক্লোপেনবার্গ, ইংল্যান্ডের পল কলিংউড, নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের রয়েছে একবার করে এমন কীর্তি। গতকাল বড় টার্গেটের পেছনে জিম্বাবুয়ে ইনিংসের শুরুটা ছিল ভক্তদের কাছে আশাব্যঞ্জক। ব্যাটিং অর্ডারে প্রমোশন নিয়ে এতে জোশ দেখান সদ্য টেস্ট সিরিজের সর্বাধিক রানের নায়ক হ্যামিল্টন মাসাকাদজা। সিকান্দার রাজা-মাসাকাদজা জুটি ওপেনিংয়ে ৭ ওভারে তুলে নেন ৪৭ রান। তবে ইনিংসের অষ্টম ওভারে সাকিবের স্পিন বিষ টের পায় জিম্বাবুয়ে। নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানেন সাকিব। ৭.৩তম ওভারে সাকিবের ফ্লাইটেড ডেলিভারিতে পরাস্ত সিকান্দার রাজা হন স্টাম্পিংয়ের শিকার। এক বলের ব্যবধানে সাকিব তুলে নেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দার উইকেট। ৭.৫তম ওভারে মিডলস্টাম্পে সাকিবের গুডলেংথ ডেলিভারিকে সুইপ খেলতে গিয়ে উইকেট খোয়ান সিবান্দা। সময়ের হেরফেরে ব্যাটের ওপরের কানা নিয়ে বল জমা পড়ে বাংলাদেশ ফিল্ডার রুবেল হোসেনের হাতে। বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছিলেন মাসাকাদজা। তবে ব্যক্তিগত ৪২ রানে এ জিম্বাবুয়ে ওপেনারকে থামান মাহমুদুল্লাহ। এ অলরাউন্ডারের অফস্পিনে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন মাসাকাদজা। টেস্ট সিরিজের অপর সফল ব্যাটসম্যান রিজেস চাকাভা অল্পতে ফিরে গেলে ম্যাচে সম্ভাবনা উজ্জ্বল হয় বাংলাদেশের। ২৪.৪ ওভারে ১২৪/৪ সংগ্রহ নিয়ে শঙ্কা নামে জিম্বাবুয়ে শিবিরে। তবে একপ্রান্তে ব্যাট হাতে আশা ধরে রাখেন জিম্বাবুয়ে দলে সবচেয়ে সফল ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর। এবার দায়িত্ব নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি স্বয়ং। আর জিম্বাবুয়ের টেস্ট অধিনায়কের উড়ন্ত ক্যাচটি সুপারম্যান কায়দায় গ্লাভস বন্দি করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। পরে ব্যক্তিগত ১৫ রানে জিম্বাবুয়ের ওয়ানডে অধিনায়ক এল্টন চিগুম্বুরা উইকেট খোয়ালে আশা শেষ হয় সফরকারীদের। ৩১ রানে তিন উইকেট খুইয়ে চট্টগ্রামে দিনের শুরুতে ধাক্কা খায় বংলাদেশও। তবে পঞ্চম উইকেটে ১৪৮ রানের রেকর্ড জুটি গড়ে তোলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। আর বাংলাদেশ ইনিংসে শেষ দিকে ঝড়ো ব্যাটিং দেখান অভিষিক্ত তারকা সাব্বির রহমান। ২৫ বলের ইনিংসে ৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। এতে ২৮১ রানের লড়িয়ে পুঁজি পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে শিশিরভেজা প্রতিকূল আবহাওয়া বাংলাদেশ অধিনায়কের জন্য দৃশ্যত চিন্তার কারণ হয়নি শেষ পর্যন্ত। ক্যারিয়ারের মাত্র সপ্তম ওয়ানডেতে সুযোগ নিয়ে সাকিব, মাহমুদুল্লাহদের যোগ্য সঙ্গ দেন আরাফাত সানি। ৯.১ ওভারের স্পেলে মাত্র ২২ রান খরচায় ২ উইকেট নেন বাংলাদেশের এ বাঁ-হাতি স্পিনার। পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রইলো বাংলাদেশ। তবে ব্যবধান দ্বিগুণ করার সুযোগটাও টাইগারদের সামনেই। চট্টগ্রামে একই মাঠে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ ।
No comments