‘সীমান্তে গুলি করে মারলে বন্ধুত্ব রক্ষা হয় না’
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু এর জন্য তাদেরকে বন্ধুত্বের প্রমাণ রাখতে হবে। সীমান্তে নিরীহ জনগণকে গুলি করে মারলে বন্ধুত্ব রক্ষা হয় না। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইন্ডিয়া সিটিজেন সোসাইটি (বিআইসিএস) আয়োজিত ‘বাংলাদেশ ভারত বন্ধুত্ব দুদেশের আর্থ সামাজিক উন্নয়নের সোপান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জঙ্গিবাদ মোকাবেলায় বন্ধু দেশ ভারতের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। তিনি বলেন, “দুই দেশের মধ্যে তিনবার ফ্রেন্ডশিপ চুক্তি স্বাক্ষর হয়েছে। সর্বশেষ ৩য় চুক্তিতে ১২ লাইন ছিল, যাকে ইন্দ্রিরা চুক্তি বলেন। কিন্তু এই চুক্তিটা আওয়ামী লীগ সরকার কখনো জনসম্মুখে প্রকাশ করতে সাহস পায় না। এজন্য বিরোধীরা এই চুক্তিকে গোলামীর চুক্তি বলে।” চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “ওই চুক্তি জনসম্মুখে এলে দশ ট্রাক অস্ত্র নিয়ে সীমান্ত পাড়ি দিতে পারতো না।” সভায় সংগঠনের সভাপতি জাফর ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, ভারতীয় হাইকমিশনের তথ্য ও রাজনীতি বিষয়ক কাউন্সিলর সুজিত ঘোষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক দুর্গা দাস ভট্টাচার্য, নাট্যজন ড. এনামুল হক প্রমুখ।
No comments