দায়িত্ব ছেড়ে দিলেন এইচটি ইমামের ছেলে
সন্মেলনে বিনা প্রতিদ্ব›িদ্ধতায় উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ার ৯দিনের ব্যবধানে দলীয় পদ ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের ছেলে ও স্থানীয় এমপি তানভীর ইমাম। তার স্থলে ভারপ্রাপ্ত হিসেবে অন্য একজন দায়িত্ব পালন করবেন। শনিবার সকালে উল্লাপাড়ার খান সোনতলার নিজ বাড়িতে এক জরুরী সভা ডেকে তানভীর ইমাম এ সিদ্বান্ত নেন। এসময় পৌর কমিটি ও ১৪টি ইউনিয়নের ১৯৭ জন কাউন্সিল উপস্থিত ছিলেন। একই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় নির্বাচিত সভাপতি মীর শহিদুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। ১৪ নভেম্বর উল্লাপাড়া আকবর আলী কলেজের আবু তাহের ছাত্রাবাস মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ বিষয়ে এমপি তানভীর ইমাম বলেন, এমপি নির্বাচিত হওয়ার কারনে আমাকে অধিকাংশ সময় ঢাকায় থাকতে হচ্ছে। দলের জন্য বেশি সময় দিতে পারছি না। এ অবস্থার কারনে আগামীতে দলের ক্ষতি হতে পারে। যে কারনে জরুরী সভা ডেকে উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফাকে পুনরায় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব দিয়েছি। এমপি হিসাবে দায়িত্ব পালনের মধ্যদিয়ে কাজের পরিধি কমে আসলে পুনরায় এ পদে ফিরে আসবো কি-না তা চিন্তা ভাবনা করবো। সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ছাত্রলীগ নিয়ে বক্তব্যের কারনে দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ অবস্থার মধ্যেই ১৪ নভেম্বর উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তানভীর ইমাম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় দল ও দলের বাইরে বিষয়টি নিয়ে নতুন করে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।
No comments