লন্ডনে ‘চরমপন্থা’র ঝুঁকিতে ছয়টি স্কুল
পূর্ব লন্ডনের ছয়টি স্কুলে ইসলামিক শিক্ষার ওপর অতিমাত্রায় জোর দেয়া হচ্ছে। স্কুলের শিক্ষাথীদের বৃটিশ মূল্যবোধ সংস্কৃতি, গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতার মতো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা পাচ্ছে না। ফলে মারাত্মক ‘চরমপন্থায়’র ঝুঁকিতে রয়েছে এই স্কুলগুলো। যুক্তরাজ্যের স্কুলগুলোর নিয়ন্ত্রক সংস্থা অফস্টেড এর এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমনই খবর দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইসলামিক শিক্ষার ওপর অতিমাত্রায় গুরুত্ব ও আধুনিক শিক্ষাকে অবহেলার কারণে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরমপন্থায় জড়ানোর মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তারা বৃটিশ আইন ও শরীয়া আইনের মধ্যে পার্থক্য অনুধাবন করতে জানে না। বৃটিশ সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ বিষয়েও তাদের জ্ঞানের অভাব রয়েছে। উগ্রপন্থা বা চরমপন্থার ঝুঁকিতে থাকা স্কুলগুলো হলো মাজাহিরুল উলুম স্কুল, জামিয়াতুল উম্মা, ইব্রাহিম একাডেমি, আল মিজান একাডেমি, দি লন্ডন ইস্ট একাডেমি ও স্যার জনকাস ফাউন্ডেশন। স্যার জনকাস ফাউন্ডেশন ছাড়া বাকি স্কুলগুলো বাংলাদেশীরা নিয়ন্ত্রণ করে। আল দি লন্ডন ইস্ট একাডেমি ইস্ট ও মিজান একাডেমি ইষ্ট লন্ডন মসজিদ কর্তৃক নিয়ন্ত্রিত। স্কুলগুলোর শিক্ষার্থীদের বেশির ভাগই বাংলাদেশি বংশোদ্ভূত। এদিকে, বৃটিশ মূল্যবোধ ও সমাজব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ কোন শিক্ষা এই স্কুলগুলোতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বৃটেনের শিক্ষা বিষয়ক কর্মকর্তা নিকি মর্গান। তিনি বলেন, এ পরিস্থিতির উন্নতি না হলে স্কুল গুলো বন্ধ করে দেয়া হবে।
No comments