ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যু উত্থাপন করুন: ওবামাকে নওয়াজ
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্টের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাশ্মীর ইস্যুটি উত্থাপনের অনুরোধ জানান নওয়াজ। আগামী বছরের জানুয়ারিতে ওবামার ভারত সফরের সময় কাশ্মীর ইস্যু উত্থাপনের অনুরোধ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে মোদি ভারত সফরের আমন্ত্রণ জানান ওবামাকে এবং তাতে ইতিবাচক সাড়া দেন ওবামা। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। টেলিফোন কথোপকথনের সময় নওয়াজ বলেন, কাশ্মীর ইস্যুর দ্রুত সমাধান দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ককে স্থায়ী করবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে দুই শীর্ষ নেতার টেলিফোন কথোপকথনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কথোপকথনের সময় গত বছর ওয়াশিংটনে ওবামাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানোর কথা স্মরণ করেন নওয়াজ। ভবিষ্যতে কোন সুবিধাজনক সময়ে ওবামাকে স্বাগত জানাতে পাকিস্তানের জনগণের প্রত্যাশার কথা ব্যক্ত করেন তিনি। পাকিস্তান কাশ্মীর ইস্যুতে দ্বিপক্ষীয় সংলাপের ব্যাপারে উন্মুখ এবং এ ব্যাপারে একটি সহায়ক পরিবেশ তৈরি করা ভারতের দায়িত্ব বলে মনে করেন নওয়াজ। প্রেসিডেন্ট ওবামাও পাকিস্তানের অবস্থান বুঝতে পারছেন বলে মন্তব্য করেন। এদিকে আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন ওবামা।
No comments