জাপানে পার্লামেন্ট ভেঙে দিলেন আবে
প্রধানমন্ত্রী শিনজো আবের ঘোষণা মোতাবেক,
জাপানে আগাম সাধারণ নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুক্রবার পার্লামেন্টের
নিুকক্ষ ভেঙে দেয়া হয়েছে। আগামী মাসের ১৪ ডিসেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন
হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্পিকার বানমেই ইবুকি পার্লামেন্টে বক্তৃতায় বলেন, জাপানের সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী নিুকক্ষ ভেঙে দেয়া হয়েছে।
আবেনোমিক্স বা আবে অর্থনীতি নামে পরিচিত তার অর্থনৈতিক নীতির বিষয়ে নতুন করে জাপানি জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য দেশটিতে আগাম নির্বাচন দেয়া হবে। তারই পদক্ষেপ হিসেবে সংসদের নিুকক্ষ ভেঙে দেয়া হল। জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্র“তি দিয়ে মাত্র দুবছর আগে ক্ষমতায় এসেছেন আবে।
২০১৬ সালের আগে দেশটির সংসদের নিু পরিষদের কোনো নির্বাচন দেয়ার প্রয়োজন ছিল না। বর্তমানে দেশটির ৪০ ভাগ মানুষ আবের নীতিকে সমর্থন করছে বলে বেশ কয়েকটি মতামত জরিপে উঠে এসেছে। জাপানি মানদণ্ডে আবের জনপ্রিয়তা এখনও বজায় আছে। এ জনপ্রিয়তা আরও হ্রাস পাওয়ার আগে ক্ষমতার ওপর নিজের প্রভাব নিরঙ্কুশ করার জন্য আগাম নির্বাচনের পথ বেছে নিয়েছেন আবে। এএফপি, বিবিসি
স্পিকার বানমেই ইবুকি পার্লামেন্টে বক্তৃতায় বলেন, জাপানের সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী নিুকক্ষ ভেঙে দেয়া হয়েছে।
আবেনোমিক্স বা আবে অর্থনীতি নামে পরিচিত তার অর্থনৈতিক নীতির বিষয়ে নতুন করে জাপানি জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য দেশটিতে আগাম নির্বাচন দেয়া হবে। তারই পদক্ষেপ হিসেবে সংসদের নিুকক্ষ ভেঙে দেয়া হল। জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্র“তি দিয়ে মাত্র দুবছর আগে ক্ষমতায় এসেছেন আবে।
২০১৬ সালের আগে দেশটির সংসদের নিু পরিষদের কোনো নির্বাচন দেয়ার প্রয়োজন ছিল না। বর্তমানে দেশটির ৪০ ভাগ মানুষ আবের নীতিকে সমর্থন করছে বলে বেশ কয়েকটি মতামত জরিপে উঠে এসেছে। জাপানি মানদণ্ডে আবের জনপ্রিয়তা এখনও বজায় আছে। এ জনপ্রিয়তা আরও হ্রাস পাওয়ার আগে ক্ষমতার ওপর নিজের প্রভাব নিরঙ্কুশ করার জন্য আগাম নির্বাচনের পথ বেছে নিয়েছেন আবে। এএফপি, বিবিসি
No comments