বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল ৫টার দিকে মিরপুর আওয়ামী লীগ থানার ইলিয়াস মোল্লার গ্রুপ ও ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বসা নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর আগে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
No comments