ইরান-ছয় জাতি পরমাণু চুক্তি ২৪ নভেম্বর : লাভরভ
ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে রাশিয়া ও আমেরিকা আগামী ২৪ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত চুক্তি সই হওয়ার পক্ষে। এ কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। চূড়ান্ত চুক্তি যাতে হয় সেজন্য এ দুই দেশ সর্বাÍক চেষ্টা করবে বলেও তিনি জানিয়েছেন।
লাভরভ বলেন, এই সময়সীমার মধ্যে একটি চুক্তি সম্পাদনের বিষয়ে আমেরিকার সঙ্গে আমাদের একটা সমঝোতামূলক অবস্থান রয়েছে। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফোরাম বা অ্যাপেক সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক শেষে সের্গেই লাভরভ এসব কথা বলেন।তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী এখন বৈঠক করছে মূলত তেহরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিবর্তে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নিশ্চয়তার জন্য।ইরান ও ছয় জাতিগোষ্ঠী যখন ওমানের রাজধানী মাস্কাটে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে তার আগ মুহূর্তে লাভরভ চুক্তির বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন।
লাভরভ বলেন, এই সময়সীমার মধ্যে একটি চুক্তি সম্পাদনের বিষয়ে আমেরিকার সঙ্গে আমাদের একটা সমঝোতামূলক অবস্থান রয়েছে। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ফোরাম বা অ্যাপেক সম্মেলনের অবকাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠক শেষে সের্গেই লাভরভ এসব কথা বলেন।তিনি বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠী এখন বৈঠক করছে মূলত তেহরানের ওপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরিবর্তে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির নিশ্চয়তার জন্য।ইরান ও ছয় জাতিগোষ্ঠী যখন ওমানের রাজধানী মাস্কাটে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে তার আগ মুহূর্তে লাভরভ চুক্তির বিষয়ে এমন আশাবাদ ব্যক্ত করলেন।
No comments