বিএনপি নেতাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৫ ডিসেম্বর
পল্টন মডেল থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলার সাক্ষ্যগ্রহণের দিন পুনর্নির্ধারণ করেছেন আদালত। আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামীপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন পুনর্নির্ধারণ করা হয়।
এর আগে সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, শফিউল আলম প্রধান, ডা: জাহিদসহ ৭৮ জন আদালতে হাজির হন। একই মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভিসহ ৬৯ জন উপস্থিত হতে পারেননি। তাদের পক্ষে আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
No comments