ছোট খবর

ওয়াশিংটন
ওবামার সফর শুরু
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোববার চীনের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। চীন ছাড়াও তিনি মায়ানমার ও অস্ট্রেলিয়া সফর করবেন। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রায়ই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করে। ওবামার সফরে বিষয়টি প্রাধান্য পাবে। মার্কিন প্রেসিডেন্ট বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে বসবেন। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে উভয় নেতার মধ্যে ‘খোলামেলা ও ব্যাপক আলোচনা’ হবে বলে ধারণা করা হচ্ছে। এএফপি
পিয়ংইয়ং
আটক ২ মার্কিনি মুক্ত
উত্তর কোরিয়ায় আটক দুই মার্কিন নাগরিক ম্যাথিউ টোড মিলার এবং কেনেথ বে মুক্তি পেয়েছেন। ছাড়া পাওয়ার পর শনিবার দু’জনই দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ওই দুই নাগরিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র জানায়, উত্তর কোরিয়া সফরে থাকা মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্লাপারের সঙ্গেই তারা দেশে ফিরছেন। বিবিসি
নয়াদিল্লি
সফল উৎক্ষেপণ
ভারত অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। রোববার সকালে উড়িষ্যার হুইলার দ্বীপ থেকে মাঝারি পাল্লার পরমাণু বোমা বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করা হয়। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের ডিরেক্টর এমভিকেভি প্রসাদ জানান, এটা সেনাবাহিনীর একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ। অগ্নি-২ ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এই পরীক্ষামূলক উৎক্ষেপণটি সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস কমান্ডের একটি বিশেষ মহড়া। ২ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রমকারী এই ক্ষেপণাস্ত্র ২০ মিটার লম্বা। টাইমস অব ইন্ডিয়া

No comments

Powered by Blogger.