কামারুজ্জামানের দণ্ড কার্যকর সময়সাপেক্ষ : অ্যাটর্নি জেনারেল
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মুহাম্মাদ কামারুজ্জামানের দণ্ড কার্যকর সময়সাপেক্ষ। আদালত সংক্ষিপ্ত রায় পাঠাতে পারতেন। যেহেতু তা পাঠানো হয়নি, আমি মনে করি আদালত পূর্ণাঙ্গ রায় পাঠাবেন। আপিল বিভাগ রায় পাঠানোর পর ট্রাইব্যুনাল মৃত্যুপরোয়ানা জারি করবেন। সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রায় ন্যায়ভ্রষ্ট, কামারুজ্জামানের ছেলের এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, এটি আদালত অবমাননার শামিল। আদালতের রায় সম্পর্কে এরকম বক্তব্য দেয়া উচিত নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আব্দুল কাদের মোল্লার আবেদনের লিখিত রায় প্রকাশ হলে রিভিউ আবেদন করা যাবে কিনা তা পরিষ্কার হবে।
No comments