ওবামার দুঃস্বপ্নের কৃষ্ণাঙ্গ নারী
যুক্তরাষ্ট্রের মরমন খ্রিস্টান সম্প্রদায়ের কৃষ্ণাঙ্গ নারী মিয়া লাভ (৩৮) হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুঃস্বপ্নের নারী। ওবামার কড়া সমালোচক মিয়া লাভই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হয়ে মার্কিন কংগ্রেসে আসন পেতে যাচ্ছেন। মধ্যবর্তী নির্বাচনে উটাহ অঙ্গরাজ্য থেকে জয়ী হয়ে প্রতিনিধি পরিষদে জায়গা নিয়েছেন তিনি। মিয়া লাভ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার কিছু জায়গায় মিল আছে।
তখনও ওবামার সমালোচনা করতে ছাড়েননি। মিয়া লাভ বলেন, ‘প্রেসিডেন্ট ওবামার আমেরিকা একটি খণ্ডিত আমেরিকা। উপার্জন, লৈঙ্গিকবৈষম্য এবং সামাজিক মর্যাদার প্রশ্নে আমাদের একে অপরের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।’ তিন সন্তানের জননী মিয়া লাভ একবার সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি ডেমোক্রেট পার্টিকে পছন্দ করি না। তারা চায় না আমি সেখানে যাই, কিন্তু আমি আসছি।’ মিয়া লাভের জন্ম ১৯৭৫ সালে ব্র“কলিনে। তার হাইতিয়ান বাবা-মা স্বৈরশাসক ফ্রাঙ্কোসিস দুভালিয়ারের অত্যাচার থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্রে চলে আসেন। নিজ সম্প্রদায়ভুক্ত রাজনীতিবিদ মিট রমনির সহায়তায় তিনি প্রথমবারের মতো কংগ্রেসে পদ পাওয়ার লড়াইয়ে অংশগ্রহণ করেন।
No comments