অপহরণ করে অর্থ আয়, তিন পুলিশ গ্রেফতার
একজন পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), অন্যজন কনস্টেবল। তারা অপহরণ করেছেন এক ব্যবসায়ীকে। তিনি আবার সাবেক সেনা সদস্য। তার কাছ থেকে তিনজন মিলে হাতিয়ে নিয়েছেন টাকা। এ পর্যন্ত সব নির্বিঘ্নেই ঘটাতে পারলেও শেষ পর্যন্ত র্যাবের হাতে ধরা পড়েছেন। ‘চোরের ওপর বাটপারি’ করতে গিয়ে বেরিয়ে এসেছে পুরো ঘটনা।
আবদুল মান্নান নামের সাবেক ওই সেনা সদস্যকে অপহরণের ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে লন্ডন প্রবাসী এক নারীরও। আবদুল মান্নান চাকরি হারানোর পর ব্যবসা-বাণিজ্য করেন। জমিজমার কাজ তিনি ভালো বুঝেন। এ কাজের সূত্র ধরে লন্ডন প্রবাসী নভেরা সেতুর সঙ্গে তার পরিচয় হয়। সেতু তার জমির খাজনা এবং কিছু জমির কাগজের সমস্যা সমাধানে তার সঙ্গে বিভিন্ন সময় বেশকিছু টাকা লেনদেন করেন। কিন্তু মান্নান ওই টাকা আত্মসাৎ করেন। র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে তিন পুলিশ-এসবির এসআই রাশেদ, সাময়িক বরখাস্ত হওয়া এএসআই কবির ও কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং ওই নারী মিলে মান্নানকে কারওয়ান বাজারে ডাকেন। সেখান থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করেন পুলিশ সদস্যরা। সারা দিন তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ২টার দিকে ফের কারওয়ান বাজারেই ছেড়ে দেন।
আবদুল মান্নান নামের সাবেক ওই সেনা সদস্যকে অপহরণের ঘটনার সঙ্গে সম্পর্ক রয়েছে লন্ডন প্রবাসী এক নারীরও। আবদুল মান্নান চাকরি হারানোর পর ব্যবসা-বাণিজ্য করেন। জমিজমার কাজ তিনি ভালো বুঝেন। এ কাজের সূত্র ধরে লন্ডন প্রবাসী নভেরা সেতুর সঙ্গে তার পরিচয় হয়। সেতু তার জমির খাজনা এবং কিছু জমির কাগজের সমস্যা সমাধানে তার সঙ্গে বিভিন্ন সময় বেশকিছু টাকা লেনদেন করেন। কিন্তু মান্নান ওই টাকা আত্মসাৎ করেন। র্যাব জানায়, বৃহস্পতিবার সকালে তিন পুলিশ-এসবির এসআই রাশেদ, সাময়িক বরখাস্ত হওয়া এএসআই কবির ও কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং ওই নারী মিলে মান্নানকে কারওয়ান বাজারে ডাকেন। সেখান থেকে একটি সাদা মাইক্রোবাসে তুলে তাকে অপহরণ করেন পুলিশ সদস্যরা। সারা দিন তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ২টার দিকে ফের কারওয়ান বাজারেই ছেড়ে দেন।
No comments