নূর হোসেনের রক্তের ঋণ শোধ হয়নি by মুজাহিদুল ইসলাম সেলিম
বাঙালি জাতির সাম্প্রতিক ইতিহাসে দুটি বীরত্বপূর্ণ অর্জন লিপিবদ্ধ রয়েছে। এর একটি হল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়া আর দ্বিতীয়টি হল নব্বইয়ের ঐতিহাসিক বিজয়। ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দীর্ঘপথ পাড়ি দিতে হয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ নূর হোসেন তাদের প্রতীক হয়ে আছেন। বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও দুর্ভাগ্যজনক হল আমরা আমাদের অর্জনগুলো ধরে রাখতে পারিনি। দেশে আজ চলছে দুই জোটের আধিপত্যের রাজনীতি। এক জোটের সঙ্গে স্থান করে নিয়েছে একাত্তরের পরাজিত শক্তি রাজাকার বাহিনী। অপর জোটে স্থান পেয়েছে নব্বইয়ের পরাজিত শক্তি। দেশে আজ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনা যেমন খণ্ডিত, তেমনি গণতন্ত্র ও গণতান্ত্রিক চেতনা পদদলিত। চার রাষ্ট্রীয় মূলনীতি আজ ভূলুণ্ঠিত ও বহুলাংশে পরিত্যক্ত। এ থেকে এটাই স্পষ্ট, জনগণের মুক্তির সংগ্রাম আজও শেষ হয়নি।
নূর হোসেন, আমিনুল হুদা টিটুসহ যারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রক্তদান করেছেন, তাদের আত্মদানকে সার্থক করতে সংগ্রামের অসমাপ্ত পর্ব সম্পন্ন করাই আমাদের ঐতিহাসিক কর্তব্য। এই কর্তব্য পালনে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
মুজাহিদুল ইসলাম সেলিম : সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
নূর হোসেন, আমিনুল হুদা টিটুসহ যারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে রক্তদান করেছেন, তাদের আত্মদানকে সার্থক করতে সংগ্রামের অসমাপ্ত পর্ব সম্পন্ন করাই আমাদের ঐতিহাসিক কর্তব্য। এই কর্তব্য পালনে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
মুজাহিদুল ইসলাম সেলিম : সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
No comments