নাইজেরিয়ার প্রেসিডেন্ট হতে ১,৩২০০০ ডলার!
নাইজেরিয়ার প্রধান রাজনৈতিক দলগুলো দেশটির প্রেসিডেন্ট এবং গভর্নর নির্বাচনের নমিনেশন পেপারের চড়া মূল্য নির্ধারণ করেছে। ক্ষমতাসীন পিপলস ডেমোক্রেটিক পার্টি বা পিডিপির প্রেসিডেন্ট পদের নমিনেশন পেপারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২০ লাখ নাইরা বা এক লাখ ৩২ হাজার ৬৬০ ডলার। ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জনাথনের সমর্থকরা তার নমিনেশন পেপার কেনার অর্থের জোগান দিয়েছে বলে দাবি করা হয়েছে। রোববার এ খবর প্রকাশ করেছে এএফপি।
এদিকে, দেশটির প্রধান বিরোধী দল অল প্রোগেসিভ কংগ্রেস (এপিসি) একই পদের নমিনেশন পেপারের মূল্য ধার্য করেছে ২ কোটি ৭৫ লাখ নাইরা বা ১ লাখ ৬৫ হাজার ৮২৫ ডলার। এ দলের সম্ভাব্য প্রার্থী সাবেক সেনা শাসক মোহাম্মাদু বুহারিকে নমিনেশন পেপার কেনার জন্য ব্যাংক ঋণ নিতে হবে বলে জানা গেছে। এছাড়া, পিডিপি গভর্নর পদের নমিনেশন পেপারের মূল্য নির্ধারণ করেছে এক কোটি ১০ লাখ নাইরা বা ৬৬ হাজার ৩৩০ ডলার। আর এপিসির নমিনেশন পেপারের মূল্য নির্ধারিত হয়েছে এর চেয়ে ১০ লাখ নাইরা কম অর্থাৎ এক কোটি নাইরা বা ৬৬ হাজার ৩০০ ডলার।
এদিকে, দেশটির প্রধান বিরোধী দল অল প্রোগেসিভ কংগ্রেস (এপিসি) একই পদের নমিনেশন পেপারের মূল্য ধার্য করেছে ২ কোটি ৭৫ লাখ নাইরা বা ১ লাখ ৬৫ হাজার ৮২৫ ডলার। এ দলের সম্ভাব্য প্রার্থী সাবেক সেনা শাসক মোহাম্মাদু বুহারিকে নমিনেশন পেপার কেনার জন্য ব্যাংক ঋণ নিতে হবে বলে জানা গেছে। এছাড়া, পিডিপি গভর্নর পদের নমিনেশন পেপারের মূল্য নির্ধারণ করেছে এক কোটি ১০ লাখ নাইরা বা ৬৬ হাজার ৩৩০ ডলার। আর এপিসির নমিনেশন পেপারের মূল্য নির্ধারিত হয়েছে এর চেয়ে ১০ লাখ নাইরা কম অর্থাৎ এক কোটি নাইরা বা ৬৬ হাজার ৩০০ ডলার।
No comments