এবার কোদাল হাতে

এবার কোদাল হাতে
এবার কোদাল হাতে গঙ্গার ঘাট পরিষ্কার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার ‘স্বচ্ছ ভারত’ প্রচারণার অংশ হিসেবে তাঁর নির্বাচনী আসন মন্দিরনগর বারানসির একটি ঘাট পরিষ্কারকাজের উদ্বোধন করেন মোদি। সকালে সেখানে পৌঁছে প্রার্থনা শেষে কোদাল হাতে গঙ্গাতীরে নেমে পড়েন ভারতের প্রধানমন্ত্রী।
তিনি এ সময় বলেন, এক মাসের মধ্যে গঙ্গা নদী পরিষ্কারের কাজ সমাপ্ত হবে বলে বেসরকারি সাহায্য সংস্থাগুলো তাঁকে জানিয়েছে।
এনডিটিভি

No comments

Powered by Blogger.