এমপির শখের ফুলগাছ নষ্ট করায় ৫ ছাগল থানায়
বগুড়ার-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমানের শখের ২৫ হাজার টাকা দামের ফুলের গাছ নষ্ট করায় রোববার বিকালে শেরপুর মোজাহার কোল্ড স্টোর থেকে ৫টি ছাগল আটক করেছে শেরপুর থানা পুলিশ। শেরপুর উপজেলার দুবলাগাড়ী এলাকার চায়না বেগম নামের এক মহিলার ছাগলগুলো বাগানে ঢুকে এ কাজ করে বলে জানায় বাগানের মালি রতন। তবে প্রত্যক্ষদর্শী এলাকার লোকজন সাংবাদিককে বলেন, আসলে দোষ হল দারোয়ান ও মালির। তারা তাদের কাজ ভালোভাবে না করায় অবুঝ প্রাণী ছাগল একাজ করেছে। তবে শাস্তি হলে তাদের হওয়া উচিত। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, বিরল প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার গাছ নষ্ট করায় ছাগলগুলো থানায় নিয়ে আসা হয়েছিল পরে সেগুলো খোঁয়াড়ে দেয়া হয়েছে। মালিক সেখান থেকে ছাগল ছাড়িয়ে নিতে পারবেন।
No comments