আইএসকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল নগরীতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের জমায়েতকে লক্ষ্য করে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবারের এ হামলায় আইএসের একটি গাড়িবহর ধ্বংস হয়েছে। তবে হতাহত কিংবা ঘটনাস্থলে আইএস নেতা আবু বকর আল বাগদাদি উপস্থিত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
গত জুলাইয়ে মসুলের এক মসজিদে বাগদাদিকে শেষ দেখা গিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএসের ১০টি সশস্ত্র ট্রাক ধ্বংস করে দেয়া হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য কিছু গোপন আস্তানাকেও টার্গেট করা হয়েছে। ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ এখন আইএসের জঙ্গিদের দখলে। আর এ কারণে গত আগস্ট থেকে আইএস দমনে মরিয়া হয়ে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন থেকে শনিবার জানানো হয়, দেড় হাজার অতিরিক্ত মার্কিন সেনা ইরাকের সেনাবাহিনীকে সাহায্যের জন্য পাঠানো হবে। এর আগে সেখানে এক হাজার ৬০০ সেনা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইরাক, পশ্চিমা ও আরব দেশগুলো মিলে আইএস দমনে মিত্রবাহিনী গঠন করেছে। বিবিসি।
গত জুলাইয়ে মসুলের এক মসজিদে বাগদাদিকে শেষ দেখা গিয়েছিল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আইএসের ১০টি সশস্ত্র ট্রাক ধ্বংস করে দেয়া হয়েছে। এছাড়াও তাদের অন্যান্য কিছু গোপন আস্তানাকেও টার্গেট করা হয়েছে। ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ এখন আইএসের জঙ্গিদের দখলে। আর এ কারণে গত আগস্ট থেকে আইএস দমনে মরিয়া হয়ে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন থেকে শনিবার জানানো হয়, দেড় হাজার অতিরিক্ত মার্কিন সেনা ইরাকের সেনাবাহিনীকে সাহায্যের জন্য পাঠানো হবে। এর আগে সেখানে এক হাজার ৬০০ সেনা পাঠানো হয়েছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, ইরাক, পশ্চিমা ও আরব দেশগুলো মিলে আইএস দমনে মিত্রবাহিনী গঠন করেছে। বিবিসি।
No comments