বর্ধমান বিস্ফোরণ- প্রধান সন্দেহভাজনের ‘বাংলাদেশি’ বলে দাবি
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া শেখ রহমাতুল্লাহ ওরফে সাদিক ওরফে সাজিদ নিজেকে ‘বাংলাদেশি’ বলে কলকাতার আদালতে দাবি করেছেন। আদালতের বরাত দিয়ে আজ সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
>>বর্ধমান বিস্ফোরণ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত শেখ রহমাতুল্লাহ ওরফে সাজিদকে গতকাল রোববার কলকাতার একটি আদালতে হাজির করেন ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) সদস্যরা। ছবি: এএফপি
ওই বোমা বিস্ফোরণের ঘটনায় সাজিদের ১২ দিনের রিমান্ড দিয়েছেন কলকাতার একটি দায়রা আদালত। গতকাল রোববার বিকেলে তাঁকে আদালতে তোলা হয়। সাজিদকে ২০ নভেম্বর পর্যন্ত ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) হেফাজতে রাখার নির্দেশ দেন মুখ্য বিচারক মো. মুমতাজ খান।
আদালতে এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ বলেন, শেখ রহমাতুল্লাহ ওরফে সাদিককে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে এনআইএর কাছে হস্তান্তর করেছে। এই মামলায় তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। এমনকি তিনি এর হোতা। তিনি পরিকল্পনা করেছেন। এটা দেশের নিরাপত্তার প্রশ্ন।
পরে আদালত সাদিকের কাছে তাঁর নাম জানতে চান। অভিযোগের বিষয়ে সাদিক কোনো কথা বলেননি। সাদিকের সঙ্গে কথাবার্তার সারসংক্ষেপ করতে গিয়ে আদালত বলেন, ‘আপনি বলতে চান যে, আপনি একজন বাংলাদেশি নাগরিক, যিনি ভারতে থাকতে চান। তাই নয় কি?’
পরে আদালত সাজিদকে ২০ নভেম্বর পর্যন্ত এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দেন। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, সাজিদ বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এর আগে তাঁকে গ্রেপ্তারে এনআইএর পক্ষ থেকে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
আদালতে এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ বলেন, শেখ রহমাতুল্লাহ ওরফে সাদিককে পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে এনআইএর কাছে হস্তান্তর করেছে। এই মামলায় তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। এমনকি তিনি এর হোতা। তিনি পরিকল্পনা করেছেন। এটা দেশের নিরাপত্তার প্রশ্ন।
পরে আদালত সাদিকের কাছে তাঁর নাম জানতে চান। অভিযোগের বিষয়ে সাদিক কোনো কথা বলেননি। সাদিকের সঙ্গে কথাবার্তার সারসংক্ষেপ করতে গিয়ে আদালত বলেন, ‘আপনি বলতে চান যে, আপনি একজন বাংলাদেশি নাগরিক, যিনি ভারতে থাকতে চান। তাই নয় কি?’
পরে আদালত সাজিদকে ২০ নভেম্বর পর্যন্ত এনআইএর হেফাজতে রাখার নির্দেশ দেন। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, সাজিদ বাংলাদেশের নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এর আগে তাঁকে গ্রেপ্তারে এনআইএর পক্ষ থেকে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
No comments